স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI, চাকরী
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা আবহে চাকরী প্রার্থীদের জন্য সুখবর। দেশ জুড়ে বিপুল পরিমাণ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। প্রতিটি রাজ্যে SBI এর শাখায় ক্লার্ক পদে নিযুক্ত করণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয়ই।

আবেদনের স্থান- ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের সমস্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI এর ব্রাঞ্চ।

পদ– ক্লারিকাল।

পদের নাম- জুনিয়ার অ্যাসোসিয়েট বা কাস্টমার সাপোর্ট অ্যানড সেলস।

মোট শূন্য পদ- ৫ হাজারের বেশী।

পশ্চিমবঙ্গে শূন্য পদ- ২৭৩ টি

শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে হতে হবে গ্র্যাজুয়েট। এছাড়াও যারা শেষ বর্ষে পদার্পণ করেছে বা শেষ বর্ষের ছাত্র ছাত্রী তারাও আবেদন করতে পারবে তবে সমস্ত নিয়ম মেনে।

বয়স- জেনারেল প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য আছে ছাড়। আবেদনের জন্য বয়সের হিসেব করতে হবে ১লা এপ্রিল ২০২১ তারিখ অবধি।

বেতন- বেতন শুরু ১৯,৯০০ টাকা থেকে এবং এর সাথে দেওয়া হবে ভাতা এবং অন্যান্য সুবিধে।

নিয়োগের পদ্ধতি- প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে এবং থাকতে হবে স্থানীয় ভাষায় দক্ষতা।

আবেদনের নিয়ম- এই পরীক্ষার ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট –  https://sbi.co.in/web/careers এ গিয়ে করতে হবে সমস্ত প্রার্থীদের আবেদন কিংবা Google গিয়ে সার্চ করতে হবে SBI Careers সার্চ করে দেওয়া বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করতে হবে।

আবেদন ফি- জেনারেল, ওবিসি এবং ইডাব্লুএস প্রার্থীদের আবেদন ফি ৭৫০ টাকা এবং এসসি, এসটি এবং পিডাবলুডি প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।