পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। গত সোমবার নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠকের উত্তর ২৪ পরগনা এবং মালদা জেলায় নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা সিদ্ধান্ত নিয়েছে সরকার। শূন্য পদের সংখ্যা প্রায় ৩,১৭৯ টি।
আগামী দিনে সব কিছু কুশল থাকলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। জানা গিয়েছে, পুজোর পর এই প্রক্রিয়া সম্পর্কে এগোবে সরকার। তবে আপাতত এ বিষয়ক কোন রকম তথ্য জারি করা হয়নি। এই সম্পর্কে সব রকম তথ্য পশ্চিমবঙ্গ প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
চাকরি প্রার্থীরা এই সুযোগটির দ্বারা অনেক লাভবান হতে পারেন। প্রাইমারি শিক্ষক পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে ডিএলএড পাস করা বাধ্যতামূলক হতে হবে। যাদের ডিএলএড ডিগ্রী নেই তারা কোনভাবেই এই পদের জন্য পরীক্ষায় বসতে পারবে না। তবে যারা বিএড পাস করেছে তারা এই পদের জন্য অবশ্যই আবেদন করতে পারেন।
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চলা মামলায় হাইকোর্টে বারবার মুখ পড়েছে রাজ্য সরকারের। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, রাজ্য সরকার তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়ার ঘোষণা করে নিজেদের ওপর থেকে কিছুটা চাপ কমাতে চাইছে।