পশ্চিমবঙ্গ ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। করোনা কালের মধ্য দিয়ে কলকাতা পুলিশে নিয়োগ করা হবে সহস্রাধিক কর্মী। কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কতটি শূন্য পদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি জানুন –
পদ – কনস্টেবল।
মোট শূন্যপদ – ১৮০০ ।
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমগোত্রীয় কোনও বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও বাংলা লিখতে ও পড়তে জানতে হবে।
বয়স – জেনারেল প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর এর মধ্যে। তবে এসি এবং এসটি প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড় রয়েছে এবং ওবিসি প্রার্থীদের জন্য ছাড় রয়েছে ৩ বছরের।
শারীরিক মাপজোক – পুরুষের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন ১৬৭ সেন্টিমিটার এবং ওজন প্রয়োজন ৫৭ কেজি। বুকের ছাতি ৭৮ সেন্টিমিটার এবং ফুলিয়ে ৫ সেন্টিমিটার অর্থাৎ বুক ফুলিয়ে ৮৩ সেন্টিমিটার প্রয়োজন।
মহিলাদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন ১৬০ সেন্টিমিটার এবং ওজন প্রয়োজন ৪৯ কেজি।
তবে গোর্খা পুরুষ ও মহিলাদের জন্য বিশেষ ছাড় রয়েছে। গোর্খা পুরুষের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন ১৬০ সেন্টিমিটার এবং ওজন প্রয়োজন ৫৩ কেজি। বুকের ছাতি ৭৬ সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে ৫ সেন্টিমিটার অর্থাৎ বুক ফুলিয়ে ৮১ সেন্টিমিটার।
গোর্খা মহিলাদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন ১৫২ সেন্টিমিটার এবং ওজন ৪৫ কেজি।
নিয়োগের পদ্ধতি – প্রথমে আবেদনকারীদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে। তারপর প্রথম পরীক্ষায় পাশ করলে ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট করা হবে।
পুরুষদের ক্ষেত্রে সাড়ে ৬ মিনিটে ১৬০০ মিটার পথ অতিক্রম করতে হবে দৌড়ে এবং মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার পথ অতিক্রম করতে হবে দৌড়ে।
এরপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের এবং ইন্টারভিউ দিতে হবে। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেডিকেল টেস্ট করা হবে। এরপরই সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পর ডিউটিতে জয়েন করানো হবে।
বেতন – বেতন শুরু ২২৭০০ টাকা তবে এইচআরএ ২৭২৪ টাকা, মেডিক্যাল ৫০০ টাকা, ডিএ ৬৮১ টাকা। সর্বমোট – ২৬৬০৫ টাকা।
আবেদন ফি – এসসি ও এসটির ক্ষেত্রে ২০ টাকা এবং জেনারেল ও ওবিসি আবেদনকারীদের ক্ষেত্রে ১৭০ টাকা।
আবেদন পদ্ধতি – আবেদন করার জন্য আবেদনকারীকে গুগল এ গিয়ে সার্চ করতে হবে www.wbpolice.gov.in এরপর কলকাতা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।