পশ্চিমবঙ্গ ডেস্ক: চলতি মরশুমে শীতের লুকোচুরি খেলাটা বেশ লক্ষ্য করা গেল। শেষ সপ্তাহে শীতের দাপট ভালোই আছে। বিদায় বেলায় এখনো খেলতে চাই শীত। কখনো হাড় হিম করা ঠান্ডা, আবার কখনো বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলা থেকে এবার শীত বিদায় নিতে চলেছে।
চলতি মরসুমে শীত প্রিয় মানুষরা শঙ্কায় ছিলেন। কিন্তু হাড় হিম করা ঠান্ডা দিয়ে সেই শঙ্কা ঘুচিয়ে দিল শীত। পিঠে পার্বণ এর আগে বাংলা থেকে শীত পুরো উধাও। বঙ্গবাসী পিঠে পার্বণ নিয়েও চিন্তিত ছিল। কিন্তু হঠাৎ ওই দিনই বঙ্গে ফিরে এলো হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে। এ বছর শীত লুকোচুরি খেললেও বাঙালির মনের খবর সে রেখেছে। এবার পুরোপুরি বিদায় নিতে চলেছে শীত। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার পর্যন্ত শীত রাজ্যে আছে। এরপর রাজ্যবাসীকে আলবিদা বলে ফিরে যাওয়ার পালা তার। বাংলা থেকে শীত বিদায় নিলেই ঋতুরাজ বসন্ত এর আগমন ঘটবে।
আজকের (Weather) আবহাওয়া:
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৪ শতাংশ। তবে গতকালের তুলনায় আজ নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পারদ।
বুধবার পর্যন্ত থাকবে শীতের দাপট। তারপর ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রার পারদ। রাজ্য থেকে শীত বিদায় নিতে তোড়জোড় শুরু করেছে। শীত শেষ বেলাতেও করছে ব্যাটিং।