ভারতের খবর, অর্থনীতির খবর, ভারতীয় স্টেট ব্যাংকের খবর, ব্যাংকের খবর
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কিছুদিন আগেই বেশ কয়েকদিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ব্যাহত হয়েছিল ব্যাঙ্ক পরিষেবা। ফলে সাময়িক হলেও ক্ষতিগ্রস্থ হয়েছিল সাধারণ মানুষ। তবে সেই ধর্মঘটের কারণ ছিল অন্য তবে এবারে সমস্ত ব্যাঙ্ক নয় শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছু সময়ের জন্য তাদের যান্ত্রিক অসুবিধের জন্য পরিষেবা বন্ধ রাখতে চলেছে।

আজ ১লা এপ্রিল দুপুর থেকে বিকেল অবধি প্রযুক্তিগত মেইণ্টেনেন্সের জন্য বন্ধ রাখতে চলেছে পরিষেবা। আজ  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নিজস্ব টুইটার হ্যান্ডেল ব্যবহার করে এই সাময়িক অসুবিধের কথা জানিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা বিশেষত INB, Yono, Yono Lite এই পরিষেবা গুলি কিছু সময়ের জন্য ব্যবহার করতে পারবেনা গ্রাহকরা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের টুইটার হ্যান্ডেলে আরও জানিয়েছে যে, যেহেতু কিছু সময়ের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে সেহেতু সেই সময় টুকুতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট এবং মোবাইল  অ্যাপ্লিকেশন পরিষেবাগুলিও বন্ধ থাকবে।