পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনের দিনক্ষণ ঠিক হতেই বিধানসভা কেন্দ্র গুলোতে বাড়ানো হল করোনা বিধি-নিষেধ। দুয়ারে সরকার প্রকল্প সমস্ত জায়গায় চালু থাকলেও বন্ধ থাকবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পাশাপাশি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এই দুটি বিধানসভা কেন্দ্রের সাধারণ নির্বাচন হলেও সম্পূর্ণ জেলায় দুয়ারে সরকার প্রকল্প বন্ধ রাখার কথা জানিয়েছে রাজ্য সরকার।
একুশের বিধানসভা নির্বাচনের রাজ্যে আট দফায় ভোট হওয়ার কারণে রাজ্যে বেড়েছে সংক্রমণ। তবে সেই ভুল আর করতে চায় না রাজ্যের শাসক দল। তৃণমূল সুপ্রিমো তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা বিবেচনা করে দুয়ারে সরকারের কাজ শুরু করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ১৬ ই আগস্ট থেকে আগামী ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যজুড়ে চলবে দুয়ারে সরকার।
তবে ইতিমধ্যেই সেই দুয়ারে সরকার প্রকল্প বন্ধ রাখার কথা জানানো হয়েছে শুধুমাত্র কলকাতার ভবানীপুরে। দুয়ারে সরকারের ক্যাম্প বন্ধ থাকায় লক্ষীর ভান্ডার সহ ১৮ টি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন ভবানীপুর বাসীরা। তবে নির্বাচন শেষে দুয়ারে সরকার প্রকল্প চালু হবে কিনা তা এখনো পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। জানিয়ে রাখি দুয়ারে সরকার প্রকল্প বন্ধ থাকলেও চালু থাকবে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া।
করা বিধি-নিষেধ জারি করার ফলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে অনেকগুলি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই ক্যাম্প এর মাধ্যমে অনেক সাধারণ মানুষ আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তবে ভোট আবহে রাজনৈতিক দল নিয়ে যাতে কোনরকম মতবিভেদ না হয়। সেদিকে লক্ষ্য রেখেই সর্তকতা জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে কলকাতার সমস্ত এলাকায় দুয়ারে সরকারকে বসানো হবে শুধুমাত্র ভবানীপুর ছাড়া।