জগদীপ ধনকড়, রাজ্যপাল,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলাফল গতকাল নির্ধারিত হয়েছে। বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে রাজ্যে নতুন করে সরকার গড়তে চলেছে তৃণমূল শিবির। তবে ফলাফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে হিংসার ছবি। এই নিয়ে টুইটারে নিজেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

গতকাল তৃণমূল কংগ্রেসের জয়লাভ করার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর থেকে আগুন লাগানো এবং বিজেপির বিভিন্ন এজেন্টের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়ার খবর আসে। বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মৃত্যু হয়েছে অনেকের।

রাজ্যের আইন শৃঙ্খলার এই পরিস্থিতির নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে রাজ্যপাল জাগদীপ ধনকড় লেখেন “রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের DGP-কে ডেকে পাঠিয়েছি।”

এছাড়াও আরও টুইট করে রাজ্যপাল জানান “রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসা এবং মৃত্যুর খবর আসছে। পার্টি অফিস, ঘরবাড়ি, দোকান জ্বালানো হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ।”

এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেক মানুষ।