
পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- শুরু হয়ে গিয়েছে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ক্রিকেট লিগের মহাযজ্ঞ। ২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে পরাজিত করে আইপিএল এর অভিযান শুরু করল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। গত মৌসুমের আইপিএলে দুবারই সিএসকেকে পরাজিত করে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। আরো একবার সেই দাপট বজায় রেখে জয়ের হ্যাট্রিক করল হার্দিকরা।
২০২২ আইপিএলে একের পর এক ম্যাচ গুজরাট টাইটান্সকে জিতিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া এবং রাশিদ খান। এদিনও নিয়ন্ত্রণে থাকা ম্যাচটি একটা সময় বেরিয়ে গেছিল হাতের বাইরে, সেই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ম্যাচটি বের করে নিয়ে গেলেন রাহুল তেওয়াটিয়া এবং রাশিদ খানের জুটি। এছাড়া গুজরাটের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত অর্ধশতরান করলেন তরুণ শুভমান গিল।
এদিন গুজরাট টাইটানসের ঘরের মাঠ নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস এর রান সংখ্যা দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান। তবে গুজরাট টাইটানদের মতো শক্তিশালী দলকে হারানোর মতো লড়াকু রান করতে ব্যর্থ হয় ধোনি বাহিনী। যা ম্যাচের শেষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজে বলেছেন।
চেন্নাই সুপার কিংস এর হয় ব্যাট হাতে নজর কাড়লেন তরুণ প্রতিভাবান ঋতুরাজ গায়কোয়াড়। দলের হয়ে তিনি লড়াই চালিয়ে গেলেন একাই। সিএসকের হয় ব্যাট হাতে ব্যর্থ হলেন তিন বিদেশী তারকা। অনেক টাকা খরচ করে এ বছর দলে নেওয়া হয়েছে বেন স্টোকসকে। কিন্তু চেন্নাইয়ের দলের হয়ে অভিষেক ম্যাচ মোটেই ভালো হয়নি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের। ব্যাট হাতে ব্যর্থ হন মইন এবং কনভেও।

তবে উইকেটের অন্য প্রান্তে স্তম্ভের মতো দাঁড়িয়ে ছিলেন ঋতুরাজ। বাক্তিগত ৯২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসতে হয় তাকে। ম্যাচের শেষের দিকে সিএসকের আর কোন খেলোয়াড়ি সেই ভাবে উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হয়। ইনিংসের শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনির একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি এর সাহায্যে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে।
সেই রান তারা করতে নেমে আক্রমণাত্মক মেজাজে ইনিংস শুরু করেন কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন দুই খেলোয়াড় ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। এই বছর আইপিএলের চেন্নাই সুপার কিংস এর হয়ে ইম্প্যাক খেলোয়াড় রূপে মাঠে নামেন তুষার দেশপান্ডে। প্রথম বলেই ৬ মেরে তাকে স্বাগত জানান ঋদ্ধিমান সাহা। বাক্তিগত ২৫ রানের মাথায় শিভম দুবে একটি অসাধারণ ক্যাচ নিয়ে ঋদ্ধিমান সাহাকে প্যাভিলিয়ানে ফেরান।

তবে উইকেটের অন্যদিকে দাপটের সাথে ব্যাট করলেন তরুণ তারকা শুভমান গিল। কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে আসার পরেই অসাধারণ ছন্দে রয়েছেন গিল। আইপিএল এর প্রথম ম্যাচেই জাত চেনালেন নিজের। ৬৩ রান করে গুজরাটকে জয়ের কাছে পৌঁছে দেন তিনি। তবে নিয়ন্ত্রণে থাকা ম্যাচও একটা সময়ে চলে গিয়েছিল হাতের বাইরে। বোলিংয়ের পর ঝড়ো ব্যাটিং করে গুজরাটের জয় নিশ্চিত করেন রাশিদ খান। রাশিদ ৩ বলে ১০ ও রাহুল তেওয়াটিয়া ১৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।