habra fire incident, habra fire, fire in habra, অগ্নিদগ্ধ হাবড়ার ১নং রেলগেটের বস্তি এলাকা, হাবড়ার অগ্নিকাণ্ড, হাবড়ায় আগুন
Habra Fire: অগ্নিদগ্ধ হাবড়ার রেলগেট অঞ্চলের বস্তি এলাকা, বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া এলাকার এক নম্বর রেলগেটের পেছনে বস্তি এলাকায় ঘটলো বিধ্বংসী অগ্নিকাণ্ড। একাধিক দমকল দ্বারা আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। এখনো অবধি ওই এলাকার বাড়িঘর অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল ব্যবস্থা।

চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাবড়ার ১৭ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, আজ বিকেলে ওই এলাকায় যে যার নিজস্ব কাজে ব্যস্ত ছিলেন সকলে। ওখানকার সাধারন মানুষ হঠাৎ আগুনের শিখা লক্ষ্য করে। চোখের নিমেষে আগুনের শিখা বিরাট আকার ধারণ করে। দ্রুত দমকল দপ্তরে খবর দেওয়া হয়। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সকলের মধ্যে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এই আগুন গ্রাস করে নিয়েছে ওই বস্তির একাধিক ঘর। ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল দপ্তর তড়িঘড়ি এসে পৌঁছায় ঘটনাস্থলে।