পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজকে কলকাতায় পেট্রোলের দাম (Disel Price) এবং ডিজেলের দাম (Petrol Price) কত? কেন্দ্রীয় সরকারের এবছরের অর্থনৈতিক বাজেটের পর ফের বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এই পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির দরুন সাধারণ মধ্যবিত্ত কপালে দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেট্রোল (Petrol Price) এবং ডিজেলের দাম (Disel Price) বাড়লে, দাম বাড়ে দৈনন্দিন দ্রব্যাদির। বাসের ভাড়া, ট্যাক্সি ভাড়া থেকে শুরু করে যে সমস্ত দ্রব্য আন্তঃরাজ্য আমদানি রপ্তানি করা হয় দাম বাড়ে সেই সমস্ত দ্রব্যের। ভারতবর্ষে প্রতিদিন সকাল ছটার সময় পরিবর্তন হয় পেট্রোল এবং ডিজেলের দাম। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতবর্ষে কোথায় পেট্রোল এবং ডিজেলের দাম আজ কত হয়েছে।
গত শুক্রবার ডিজেলের দাম (Disel Price) বৃদ্ধি পেয়েছিল ৩০ পয়সা। সেই থেকে এখনো পর্যন্ত ডিজেলের দাম-এ কোন পরিবর্তন হয়নি অর্থাৎ ডিজেলের দাম বাড়েনি এবং কমেনি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক দেশের মেট্রো শহরগুলিতে আজকের ডিজেলের দাম কত –
- কলকাতায় আজ ডিজেলের দাম (Disel Price) প্রতি লিটারে ৮০ টাকা ৭১ পয়সা।
- দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে আজকের ডিজেলের দাম প্রতি লিটারে ৮৩ টাকা ৯৯ পয়সা।
- রাজধানী দিল্লিতে আজকের ডিজেলের দাম ৭৭ টাকা ১৩ পয়সা।
- চেন্নাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটারে ৮২ টাকা ৩৩ পয়সা।
ডিজেলের দাম (Disel Price) এর মত পেট্রোলের দামেও (Petrol Price) শেষ পরিবর্তন হয়েছে গত শুক্রবার। শুক্রবার পেট্রোলের দাম বেড়েছিল ২৯ পয়সা। আজ সকালে ছটায় জারি হওয়া পেট্রোলের দাম অনুযায়ী আজকে কলকাতায় পেট্রোলের দাম ৮৮ টাকা ৩০ পয়সা/ প্রতি লিটার। আসুন জেনে নেওয়া যাক দেশের মেট্রো শহরগুলিতে আজকে সকাল পর্যন্ত পেট্রোলের দাম কত –
- কলকাতা শহরের আজ পেট্রোলের দাম (Petrol Price) প্রতি লিটারে ৮৮ টাকা ৩০ পয়সা।
- বাণিজ্যিক রাজধানীতে অর্থাৎ মুম্বাইতে আজকে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৩ টাকা ৪৯ পয়সা।
- দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৬ টাকা ৯৫ পয়সা।
- চেন্নাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৩৯ পয়সা।