পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- অপারেশন গঙ্গা চলাকালীন ইউক্রেন থেকে ৯ জন বাংলাদেশীকে উদ্ধার করার কিছুদিন পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। একটি চিঠি লিখে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
গত ১৫ ই মার্চ ওই চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, “মহামান্য, আমি ইউক্রেনের সুমি ওব্লাস্টে আটকে পড়া ভারতীয়দের সাথে কিছু বাংলাদেশী নাগরিককে উদ্ধার ও সরিয়ে নেওয়ার জন্য এবং বাড়তি সহায়তা দেওয়ার জন্য আপনাকে এবং আপনার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাতে লিখছি।”
শেখ হাসিনা আরো লেখেন, “আপনার সরকার এই বিষয়ে যে সর্বান্তকরণে সহযোগিতা করছে তা আমাদের দুই দেশের বছরের পর বছর ধরে অনন্য এবং স্থায়ী সম্পর্কের একটি প্রমাণ।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং তার পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে আরও লেখেন যে, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলি বিগত বছরগুলিতে সমস্ত স্তরে অর্থপূর্ণ ব্যস্ততার মাধ্যমে আরও সুসংহত হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ও ভারত উভয়ই সর্বদা একে অপরের পাশে থাকবে এবং দুই দেশের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষা উপলব্ধি করতে একসঙ্গে কাজ করবে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে ইউক্রেনের মাটি থেকে ভারতীয় ছাত্রদের উদ্ধার করতে গিয়ে ৯ জন বাংলাদেশিকে উদ্ধার করে ভারতীয় দূতাবাস। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া গত ১৫ ই মার্চ ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় বাজেট অধিবেশন চলাকালীন জানিয়েছিলেন, “ভারত অপারেশন গঙ্গা চলাকালীন নিজেদের ছাত্র ছাত্রীদের সাথে অন্যান্য ১৮ টি দেশের ১৪৭ জনকে উদ্ধার করেছে।”
জানা গিয়েছে, এখনো পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে অপারেশন গঙ্গা এর দ্বারা কুড়ি হাজার এর বেশি ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে।