পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বন্ধ হতে চলেছে লোকাল ট্রেনে হকারি, একটি সংবাদমাধ্যমের দ্বারা এমনটাই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর জানা গিয়েছে, আগামী দিনে বন্ধ হতে চলেছে ট্রেনে হকারদের ব্যবসা। ফলে মাথায় হাত পড়তে চলেছে প্রতিদিন ট্রেন পথে হকারি করা সাধারণ মানুষের। হাওড়া, শিয়ালদহ রুটের মোট ৪৭ টি লোকাল ট্রেনে বন্ধ করে দেওয়া হবে হকারি, এমনটাই খবর সংবাদ সূত্রে।
“ঝাল মুড়ি, ভালো বাদাম, ছোলা ভাজা, লেবু লজেন্স, গরম চা খেলে বলবেন”, “খাবেন নাকি সাদা পাপড়, আলুর চিপস?” প্রভৃতি এই ধরনের নানা কথা হাঁক পেড়ে বলতে শোনা যায় লোকাল ট্রেনে আগত হকারদের। নিত্য ট্রেনযাত্রীদের প্রতিদিনই এইসব হকারদের সাথে দেখা মেলে লোকাল ট্রেনে। তবে শুধু মুখরোচক খাবার নয়, মোজা, প্যান্ট, মেয়েদের সাজের জিনিস এইসব নিয়েও হকাররা হকারি করেন লোকাল ট্রেনে।
এইভাবে হকারি করেই দিন চলে অনেক মানুষের। তবে শেষ হতে চলেছে সেই হকারি ব্যবসা। খুব শীঘ্রই লোকাল ট্রেনে বন্ধ হয়ে যাবে হকারি করা। তবে এখন থেকে হকারদের সরঞ্জাম কিনতে পাওয়া যাবে ভেন্ডারদের থেকে। এই নিয়ে ইতিমধ্যেই ভারতীয় রেল চুক্তিবদ্ধ হয়েছে নয়ডার একটি বেসরকারি সংস্থার সাথে।
সূত্রের খবরে জানা গিয়েছে, প্রতিদিন লোকাল ট্রেনে আগত হকারদের ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ লোকাল ট্রেনে আর হকারি করা যাবে না। হাওড়া, শিয়ালদায় যেসব লোকাল ট্রেন চলাচল করে সেই সব লোকাল ট্রেনের মোট ৪৭ টি ট্রেনে এই হকারের ব্যবসা বন্ধ হতে চলেছে। এই নিয়ে চিন্তায় পড়েছে হকাররা। কিভাবে দিন চলবে তাদের ?
তবে অন্যদিকে, জানা যাচ্ছে হকারি বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনে নামবে ঘাসফুল শিবির। এই হকারি বন্ধ করে দিলে কাজ হারাবে বহু মানুষ। ফলে তাদের কথা ভেবে হকারি বন্ধের বিরুদ্ধে মিছিল করবে তৃণমূল। তবে এই জল কত দূর গড়ায় সেটাই দেখার।