পশ্চিমবঙ্গ ওয়েব ডেস্কঃ অন্তঃসত্ত্বা বধূকে খুন করল স্বামী। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার হাইল্যান্ড এলাকায়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, পনের দাবিতে খুন করা হয়েছে গৃহবধূকে।
মৃত ওই গৃহবধূর নাম নূরখাতুন বিবি, বয়স ২৬ বছর। ওই বধুর মৃত্যুর খবর প্রতিবেশীরা তার বাপের বাড়ির সদস্যদেরকে জানান। তারপর তারা তড়িঘড়ি করে তারা সেখানে পৌঁছালে নূর খাতুন এর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এমন পরিস্থিতি দেখে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে। তবে ওই হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর খুনের মামলা রুজু করেছে পুলিশ, অভিযোগ উঠছে তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
মৃত ওই বধুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, পাঁচ বছর হয়েছে নূরখাতুন এর সঙ্গে আরিফুল শেখের বিয়ের। পেশায় তার স্বামী দর্জি। বেশ কয়েকদিন ধরে দুবাইয়ে কাজে যেতে চেয়েছিল ওই মৃত বধূর স্বামী। যার কারণে বধুকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তবে গৃহবধূ স্বামীর কথা না মানায় তার জীবন দিয়ে মাশুল গুন্তে হয়েছে তাকে। এর সাথে সাথে তিনি দুই মাস অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।
নূরখাতুন এর ভাই জানিয়েছেন, “ওরা বারে বারে আমার বোনের কাছে টাকা চাইত। এবার জামাই বলে, সে দুবাই যাবে কাজ করতে। তার জন্য ৫০ হাজার টাকা লাগবে। কিন্তু আমরা সেই টাকা দিতে পারিনি। সেই কারণে ওকে খুন করা হয়েছে। আর বোনকে যে মেরে ফেলেছে সেটা ওরা আমাদের বলেনি। প্রতিবেশীদের কাছ থেকে আমরা খবর পাই।” এই ঘটনার পর আরিফুল শেখ ও তার পরিবারের সদস্যরা পলাতক।