Anubrata Mandal, ED, cow smuggling, cattle smuggling, অনুব্রত মন্ডল, ইডি, গরু পাচার কান্ড
কিছুই জানেন না তিনি, সায়গল তাকে না জানিয়ে সব কুকীর্তি করেছে - ইডির জেরায় দাবি অনুব্রত মন্ডলের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গরু পাচার কান্ডে অভিযুক্ত অনুব্রত মন্ডলকে ইতিমধ্যে দোলের দিনই দিল্লী নিয়ে যাওয়া হয়েছিল। দিল্লীতে শুরু হয় ইডির জেরা। তবে এই জেরার মুখে পড়েই কেষ্ট বাবু ধরল অন্য সুর। পুরো অভিযোগ আনল তার প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ওপর। আর তিনি নির্দোষ কারণ তিনি কিছুই জানেন না।

বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল কিছুই জানতেন না। তার বক্তব্য, কিছুই টের পাননি তিনি। সব নাকি সায়গল হোসেনের চক্রান্ত। সায়গল তাকে না জানিয়ে সব কুকীর্তি করেছে। এমনকি তিনি এনামুলকেও চেনেন না। এতদিন তাকে যেসব প্রশ্নই করা হয়েছে, সব প্রশ্নের উত্তরেই জবাব দিয়েছেন – ‘জানি না, মনে নেই।’ অনুব্রত মন্ডলের মতে, সায়গল কোনো খারাপ কাজ করলে তা তিনি জানতেন না।

আজ বুধবার দিল্লীতে পা রাখার কথা অনুব্রত-কন্যা সুকন্যা এবং তার হিসাবরক্ষক মণীশ কোঠারির। তাদের দুজনকেই অনুব্রত মন্ডলের সম্মুখে হাজির করা হবে। তাদের সামনেই হবে একদফা জিজ্ঞাসাবাদ। শুধুমাত্র এই দুজন নয়, মোট ১১-১২ জনকে আনা হবে তার সামনে এবং তার সম্মুখেই জেরা করা হবে। আগামী শুক্রবার ইডির বিশেষ আদালতে রাউস অ্যাভিনিউতে অনুব্রত মন্ডলের জেরা পর্ব সম্পন্ন হবে।