পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ সারাদিন রাজ্যের দুই প্রান্তে দুই ধরনের আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তেমনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা।
এছাড়াও উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
11th to 15th August, 2021, enhanced rainfall activities is likely to occur over the districts of West Bengal during 11th to 15th August, 2021. Details of bulletin is attached. pic.twitter.com/7BuvisxdmW
— IMD Kolkata (@ImdKolkata) August 11, 2021
অন্যদিকে দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে অল্প থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়ার খবর –
আজকে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৭৭ শতাংশ। এছাড়া আজ সারাদিন কলকাতার আকাশ থাকবে মেঘলা এবং সাথে সাথে আংশিকভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়ার খবর –
আগামীকাল রাজ্যের অধিকাংশ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। উত্তরবঙ্গ সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।