পশ্চিমবঙ্গ ডেস্কঃ এখনো পর্যন্ত মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেনি পশ্চিমবঙ্গে। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টির দেখা মিলেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বৃষ্টির তেমন দেখা মেলেনি। সকাল থেকেই মেঘের চাদরে ঢেকে ছিল গোটা আকাশ। তবে বিকালের দিকে বঙ্গের বেশকিছু জেলায় আলসেগুড়ির দেখা মিলেছিল। তবে আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ এবং তারই মধ্যে আগামীকাল অর্থাৎ শুক্রবার ভরা কোটাল রয়েছে। যার জেরে সমুদ্রের জলের স্তর প্রবল বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যার কারণে দক্ষিনবঙ্গের বিভিন্ন নিচু এলাকা গুলি জলের তলিয়ে যেতে পারে এবং নিম্নচাপের জেরে আগামী তিন-চার দিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য গতকাল সমুদ্র সৈকতে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্রের জল উত্তাল হয়ে যাওয়ার কারণে বড়সড় বিপদ ঘটে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজকের (Weather) আবহাওয়াঃ
আজ সকাল থেকেই মেঘের চাদরে ঢেকে রয়েছে গোটা আকাশ। আবহাওয়ার তারতম্যজনিত কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করছে। আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। গতকালের তুলনায় আজ সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রী সেলসিয়াস কমেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জন ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বৃষ্টির সাথে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।