weather news, today weather, weather, আবহাওয়া, আজকের আবহাওয়া, thunderstroms
ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ, হলুদ এবং কমলা সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর | ছবি - পশ্চিমবঙ্গ.কম

আবহাওয়া, ১২ ই সেপ্টেম্বরঃ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে আজ অর্থাৎ রবিবার বেলা বাড়ার সাথে সাথেই ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। এর সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

weather news, today weather, weather, আবহাওয়া, আজকের আবহাওয়া, thunderstroms
ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ, হলুদ এবং কমলা সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর | ছবি – পশ্চিমবঙ্গ.কম

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাত থেকে তৈরি হয়েছে নিম্নচাপ, যা আজই প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে। সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা এবং আগামীকাল হলুদ সতর্কতার সাথে সাথে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে জারি করা হয়েছে কমলা সর্তকতা। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের জেলা গুলি।

আজকের কলকাতার আবহাওয়াঃ- 

আজকে কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে বেলা বাড়ার সাথে সাথে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৭৮ শতাংশ।

আজকের উত্তরবঙ্গের আবহাওয়াঃ-

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর এর তরফে। এই জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আজকের দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ-

আজকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা জুড়ে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এই জেলাগুলিতে আজ বেলা বাড়ার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

weather news, today weather, weather, আবহাওয়া, আজকের আবহাওয়া, thunderstroms
ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ, হলুদ এবং কমলা সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর | ছবি – পশ্চিমবঙ্গ.কম

এর সাথে সাথে আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। অর্থাৎ এই জেলাগুলিতে আগামীকাল ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী তিন দিন মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।