আবহাওয়া, আজকের আবহাওয়ার খবর, weather, today weather news,
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় জারি করা হয়েছে কমলা এবং হলুদ সর্তকতা। এর সাথে সাথেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আজকের আবহাওয়া –

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে যে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার। এছাড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া –

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে।

আজকে কলকাতার আবহাওয়া –

আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। এর সাথে সাথে সারাদিন আকাশ থাকবে মেঘলা ও বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ।

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে যে রাজ্যে ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদীর জলস্তর বাড়বে ও নিচু জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ধ্বস নামার সম্ভাবনা রয়েছে। কৃষিতে বৃষ্টিপাতের প্রভাবে সবজি চাষে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।