পশ্চিমবঙ্গ ডেস্কঃ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে দেড় বছর পর অবশেষে 4G ইন্টারনেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল সেখানকার প্রশাসন। আজ মধ্যরাতের পর থেকেই চালু হয়েছে 4G ইন্টারনেট পরিষেবা। শেষমেষ স্বস্তির নিশ্বাস নিচ্ছেন সেখানকার মানুষেরা।
জম্মু-কাশ্মীরে ১৮ মাস 4G পরিষেবা বন্ধ। ফলে সেখানকার ব্যবসায়ী মানুষ ও সাধারণ মানুষ দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারছিলেন না। সেখানকার স্থানীয় মানুষদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জম্মু-কাশ্মীরের প্রশাসন সূত্রে খবর, সেখানকার কয়েকটি এলাকায় হাই স্পিড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছিল কিছুদিনের জন্য। পরবর্তীতে নিরাপত্তার জন্য সেখানকার হাই স্পিড ইন্টারনেট পরিষেবা সম্পূর্ন বন্ধ করে দেয় প্রশাসন। কাশ্মীর ছাড়া সারা বিশ্বের মধ্যে আর কোথাও এতদিন যাবত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়নি।
মাঝে কাশ্মীরের এলাকা গুলিতে 2G ইন্টারনেট পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারীর জেরে লকডাউন জারি হয়। ফলে শুরু হয় অনলাইন ক্লাস ও বাড়ি বসে কাজ। 2G পরিষেবার মাধ্যমে অনলাইন ক্লাস ও বাড়ি বসে কাজ করায় অসুবিধায় পড়েছে তারা। এই নিয়েই আবেদন জমা করা হয় সুপ্রিম কোর্টে। তবে জম্মু-কাশ্মীরের হাই স্পিড ইন্টারনেট চালু করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে টুইট করে জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকেই দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা পেতে চলেছে জম্বু ও কাশ্মীর। এবার থেকে ফের সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে জানিয়েছেন, “4G মোবারক”।
4G Mubarak! For the first time since Aug 2019 all of J&K will have 4G mobile data. Better late than never.
— Omar Abdullah (@OmarAbdullah) February 5, 2021