পশ্চিমবঙ্গ ডেস্কঃ অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফলের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। আগামী ১০ই জুন অর্থাৎ শুক্রবার বেলা ১১ টা নাগাদ অনলাইনে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আজ ৩রা জুন, মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। তারই সাথে সাথে ঘোষণা করা হয়েছে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ।
আজ শুক্রবার, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ ই জুন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করবেন। এর পর বেলা ১১টা থেকে বিভিন্ন অনলাইন পোর্টালে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও এডমিট কার্ডের তথ্য দিয়ে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
জানিয়ে রাখি, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২রা এপ্রিল এবং পরীক্ষা শেষ হয়েছিল ২৭ এপ্রিল। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষেরও বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৪৪ দিনের মাথায় অর্থাৎ আগামী ১০ই জুন ফলাফল ঘোষণা করা হবে এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে শিক্ষা পর্ষদের তরফে। পরীক্ষা চলবে, ২৩ শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত।
বিগত দুই বছর অর্থাৎ ২০২০ ও ২০২১ সালে মহামারী করোনা পরিস্থিতির জেরে বাতিল করা হয়েছিল পরীক্ষা। কিন্তু এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে না আসতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষণা করে উচ্চ শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের মানসিক অবস্থা, সুরক্ষা, শারীরিক অবস্থা এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা “হোম সেন্টারে” নেয়া হবে বলে ঘোষণা করেছিল উচ্চ শিক্ষা পর্ষদ। তবে পরীক্ষার্থীদের -কে কোভিড বিধি মেনে পরীক্ষার হলে প্রবেশ করা বাধ্যতামূলক, নাহলে শিক্ষার্থীদের কে বসতে দেওয়া হবে না পরীক্ষার হলে। এমনটাই নির্দেশ দিয়েছিল উচ্চ শিক্ষা পর্ষদ।
সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার ঠিক ১ ঘণ্টা পর আপনারা অনলাইন পোর্টালে নিজেদের তথ্য দিয়ে দেখে নিতে পারবেন পরীক্ষার ফলাফল। তবে কোন ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন পরীক্ষার ফলাফল? উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার জন্য নিম্নে কয়েকটি ওয়েবসাইটের তালিকা দেওয়া হল –
এই ওয়েবসাইট গুলি থেকে নিজেরাই দেখে নিতে পারেন নিজেদের পরীক্ষার ফলাফল। এছাড়াও এসএমএস (SMS) এর মাধ্যমে দেখতে পারেন রেজাল্ট। তার জন্য আপনাকে WB12 লিখে স্পেস দিয়ে নিজের নাম, রোল নম্বর সহ পাঠাতে হবে 5676750 এই নাম্বারটিতে। আপনি আপনার রোল নাম্বার দিয়ে প্রি রেজিস্টার করে রাখতে পারেন এই ওয়েবসাইটটিতে www.exametc.com.