amit shah, bjp, home minister,
রাজ্যের ৬১ টি বিজেপি বিধায়কের নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ৬১ বিজেপি বিধায়কের নিরাপত্তারক্ষী বাতিল করল কেন্দ্রীয় সরকার। আজি স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি লিখে নবান্ন কে জানালো এই কথা। বিধানসভা নির্বাচনের মাস চারেক এর মধ্যেই এই বিধায়কের নিরাপত্তারক্ষী বাতিল করল কেন্দ্রীয় সরকার। তবে কেন নিরাপত্তারক্ষী বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র?

একুশের বিধানসভা নির্বাচনের আগে একাধিক তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা দলে দলে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে পরবর্তীতে তারাই আবার তৃণমূলে ফিরতে চাইছে। ইতিমধ্যেই রাজ্যের কিছু বিজেপি বিধায়ক বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন। বর্তমানে রাজ্যের ৭১ টি বিজেপি বিধায়কের মধ্যে ৬১ বিধায়কের নিরাপত্তা রক্ষী বাতিল করল কেন্দ্রীয় সরকার।

নন্দীগ্রামের বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মতন দশজন বিধায়ককে কেন্দ্রের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি চিঠি নবান্নে এসে পৌঁছেছে। এতে জানানো হয়েছে ৬১ টি বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা বাতিল করা হচ্ছে এবং সেই বিধায়কদের নিরাপত্তাব্যবস্থা যেন রাজ্য সরকার ব্যবস্থা করে।

amit shah, bjp, home minister,
রাজ্যের ৬১ টি বিজেপি বিধায়কের নিরাপত্তা বাহিনী প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | ছবি – সংগৃহীত

একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৭৭ টি বিজেপি বিধায়কের নিরাপত্তা বাহিনী দিয়েছিল কেন্দ্র। তবে অন্য পাঁচটি রাজ্যে নির্বাচন হওয়ায় নিরাপত্তা বাড়ানোর জন্য রাজ্যের ৬১ টি বিধায়কের নিরাপত্তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

তবে জানিয়ে রাখি, এই ৬১ বিজেপি বিধায়ক নিরাপত্তাহীন অবস্থায় থাকবেন না। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যদি বিধায়কদের নিরাপত্তা দেওয়া না হয় তাহলে রাজ্য সরকারের দায়িত্ব থাকবে ওই বিধায়কদের নিরাপত্তা দেওয়ার। রাজ্যে বিধায়কদের কেন্দ্র নিরাপত্তা দেওয়া হবে কি হবে না তা রাজ্য সরকারকে জানাতে হয়। সেই কারনেই রাজ্যের বিজেপি বিধায়কের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করার গোটা বিষয়টি নবান্ন কে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিধায়কদের কিভাবে নিরাপত্তা দেওয়া হবে তা এখন রাজ্য সরকারই ঠিক করবে।