amit shah, arvind kejriwal, gujrat election, election results,
দিল্লির বদলা গুজরাটে ! আসন সংখ্যা ১৫০ পার হতেই কেজরিওয়ালকে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– মিটল গুজরাট নির্বাচনের পর্ব। গত কয়েক সপ্তাহের ধুন্ধুমার লড়াইয়ের পর আজ ছিল ফল প্রকাশের দিন। গুজরাটে আজ শুধু গেরুয়া আবিরের ঝড়। যেন আজ দিল্লি এমসিডি নির্বাচনের বদলা নিল বিজেপি। গুজরাট বিধানসভায় আসন ১৫০ পার হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ ক্ষোভ উগরে দেন আম আদমি পার্টির জাতীয় আহবায়ক অরবিন্দ কেজরিওয়ালের উপর। তিনি বলেন, “যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের প্রত্যাখ্যান করেছেন গুজরাটের মানুষ।”

এদিন গণনা শুরু হওয়ার পর থেকেই একের পর এক আসন গেরুয়া শিবিরের দখলে যেতে থাকে। জয় নিশ্চিত বুঝে টুইট করেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের জয়ের জন্য তিনি সকল গুজরাটবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইটে লেখেন, “নরেন্দ্র মোদীজির বিজেপি, গুজরাটে অভূতপূর্ব জনাদেশ পেয়েছে। যা উন্নয়ন ও জনকল্যাণের মাধ্যমেই পেয়েছে। আর যারা তুষ্টির রাজনীতি করে তাদের প্রত্যাখ্যান করেছে।”

তারপর তিনি আবারও একটি টুইট করেন। সেখানে তিনি বলেন, “এই বিপুল জয় থেকে স্পষ্ট যে, মহিলা, যুব, কৃষক সহ সকলের মনে রয়েছে বিজেপি। গুজরাট সবসময় ইতিহাস তৈরি করে। গত দু-দশক ধরে মোদীজির নেতৃত্বে বিজেপি গুজরাটে উন্নয়নের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গুজরাটের মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে এবং জয়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন মডেলের উপর বিশ্বাসের জয়।”

প্রসঙ্গত, আজ গণনার শুরু থেকেই পাল্লা ভারী থাকে পদ্ম শিবিরের দিকে। দ্বিতীয় রাউন্ড গণনা শুরু হওয়াতেই ১৮২ টি আসনের মধ্যে ১৫০ এর বেশি আসন চলে যায় বিজেপির দখলে। দিকে দিকে উড়তে থাকে গেরুয়া আবির। বিলি হতে থাকে লাড্ডু। শেষ খবর পাওয়া অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস এবং তৃতীয় স্থানে রয়েছে আপ।