পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনী ভোট। ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলা। পশ্চিমবঙ্গে ৮ দফায় হবে বিধানসভা নির্বাচনী ভোট। ইতিমধ্যেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে।
তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে ৬ এপ্রিল খানাকুল বিধানসভা কেন্দ্রে। গতকাল প্রধানমন্ত্রী বঙ্গে একটি সভা করেন, সেখান থেকে মোদীজি জানিয়েছিলেন, ‘বাংলায় বিজেপির জয় নিশ্চিত। সরকারি অফিসারদের এখন থেকেই কাজ শুরু করে দেওয়া উচিত’। তিনি ওই সভায় আরও জানিয়েছিলেন, ‘বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী শপথে তিনি উপস্থিত থাকবেন।’
মোদির এই বক্তব্যে তীব্র আক্রমণ শানিয়ে মমতা জানিয়েছেন, “আগে দিল্লি সামলান। আমার রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার অধিকার আপনার নেই।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘প্রতিদিনই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি আপনার বক্তব্য রাখতেই পারেন এটা একটা গণতান্ত্রিক দেশ। রাজ্যে এসে প্রতিদিনই মিথ্যা কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বলি আগে দিল্লি সামলান। দিল্লি টাকে নষ্ট করে ফেলেছে একদম। তিন দিনের জন্য বাংলাদেশ এগিয়ে ছিল সেখানে গিয়েও দাঙ্গা লাগিয়ে দিয়েছে মোদি।”
আরও পড়ুনঃ কেন দেবশ্রীকে প্রার্থী করা হলো না ? এবার এই বিষয়ে মুখ খুললেন মমতা !
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে মোদিকে জানান, ‘দিল্লিতে ছয়টা বছর আছে কিন্তু বাংলার জন্য একটাও কাজ করেনি। কৃষকদের নাকি টাকা পাঠাবে। আমরা তো কৃষক দের লিস্ট পাঠিয়ে দিয়েছি। নাটক করতে পারেন খুব ভালো। দাঙ্গা করে আবার চোখ দিয়ে জল ফেলবে মানে বুঝতে পারছেন কেমন নাটক করতে পারে। খুন করবে তারপর পরে চোখ দিয়ে জল ফেলবে, ভালো নাট্যকার হতে পারত ভাই”।
মোদীজি বাংলা ভাষায় কথা বলা নিয়েও কটাক্ষ করে ছাড়েননি মমতা। তিনি জানিয়েছেন, “দেখে দেখে বাংলা বলে আর আপনারা ভাবেন কি সুন্দর বাংলা বলছে। আরে আমিতো গুজরাটি না দেখে বলব, তামিল না দেখে বলব, পাঞ্জাবি না দেখে বলব, আমিতো হিন্দি ভাষা না দেখে বলব, রাজবংশী না দেখে বলব, উর্দু ভাষা না দেখে বলব”, অনেক ভাষায় তিনি না দেখে বলতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দু’দফার ভোট কে কেন্দ্র করে বিজেপি নেতারা জানিয়েছেন, ৬০ টি আসনের মধ্যে ৫০ টি আসন তারাই পাবে। এছাড়াও শোনা গিয়েছে বাংলায় দু’শোর বেশি আসনে জিতে সরকার গড়েবে বিজেপি। এদিন সভা থেকে তিনি জানিয়েছেন, “আগে ৫০ টা সিট আগে তো পান। সিপিএম এর সাহায্য নিয়ে। তারপরে ২৯৪ এর স্বপ্ন দেখবেন”।
বিধানসভা নির্বাচন চলাকালীন পুলিশ বদলির প্রসঙ্গে মমতা জানিয়েছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোজ পুলিশ অফিসার পরিবর্তন করছে নির্বাচন কমিশন কে দিয়ে। পুলিশ অফিসার চেঞ্জ করলে কি হবে? তোমার বিজেপির দালাল দেখে দেখে নিচ্ছো। যাদেরকে বদলি করা হয়েছে তাদের কি খারাপ? তারা দেখতে খারাপ? না তারা চলতে পারে না? না তারা কাজ করে খারাপ? তারাই তো বাংলার গর্ব। শুধু বিজেপি দল করলেই ভালো আর বিজেপি না করলে সবাই কে তাড়িয়ে দাও ?”
আরও পড়ুনঃ বাজারে আসতে চলেছে Apple iPhone flip, জানুন ফিচারস
এদিন সভামঞ্চ থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, “যতক্ষণ না ভোট বাক্স সিল হচ্ছে, ততক্ষণ কেউ নিজের জায়গা ছেড়ে যাবেন না।” তিনি জোর গলায় জানিয়েছেন, “সাহস থাকলে তৃণমূলের এজেন্ট হবেন। ন্যাকা কান্না কাঁদলে হবে না। এ লড়াই বাংলা কে বাঁচানোর লড়াই।” তিনি এদিনের সভামঞ্চ থেকে মহিলাদের কেউ তৃণমূলের এজেন্ট বাড়ানোর নির্দেশ দিয়েছেন।