hooghly bus accident, hooghly accident, accident, road accident, হুগলীর বাস দুর্ঘটনা, হুগলীর দুর্ঘটনা, দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা
Hooghly Accident: নয়ানজুলিতে বাস উল্টে ডানকুনি-আরামবাগ সড়কে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে রাস্তাঘাটে গাড়ির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনার খবর শোনা যায় সর্বত্র। বেশিরভাগ সময় শোনা যায় গাড়িচালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি সেরকমই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো হুগলীতে। বুধবার বাসের নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনা ঘটে হরিপালের ইলাহিপুর এলাকায়। তবে জানা গিয়েছে, সেই বাসে থাকা অনেক যাত্রীই আহত হয়েছেন এবং একজনের মৃত্যু ঘটেছে। তৎক্ষণাৎ তাদেরকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, গত সোমবার অর্থাৎ ১২ই ডিসেম্বর ওই বাসে করে একদল যাত্রী দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের রায়দিঘি থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন। বাসে যাত্রী ছিল মোট ৬৭ জন।  বুধবার ফেরার পথে ডানকুনি-আরামবাগ রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ভোরের দিকে বাসের সমস্ত যাত্রীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। প্রথমে বাসটি একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। অনুমান করা হচ্ছে, গাড়িচালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই বাসটি ভয়ংকর ভাবে উল্টে যায় নয়ানজুলিতে।

এই ভয়ংকর দুর্ঘটনার পরে সেখানে হাজির হয় হরিপাল থানার পুলিশ। এছাড়া পুলিশ আসার আগে সেখানকার বাসিন্দারা এবং আরো একটি টুরবাস এসে উল্টে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধার করে। তবে ঘটনা সূত্রে জানা গিয়েছে, সেই বাসে থাকা যাত্রীদের মধ্যে ৩০ জন যাত্রী আহত। ১০ জন যাত্রীর অবস্থা সন্তোষজনক। অন্যদিকে ৩৬ বছর বয়সি এক মহিলার মৃত্যু ঘটেছে।

এই ভয়ংকর দুর্ঘটনা ঘটার পর তৎক্ষণাৎ সেই বাসের আহতদের হরিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে আহতদের দেখতে যান মন্ত্রী বেচারাম মান্না। আহতদের চিকিৎসাধীন করার পর সেই বাসটিকে হরিপালের একটি ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে ঘটনাস্থলে শুরু হয়েছে চরম উত্তেজনা। এছাড়া, পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে অনুমান করা যাচ্ছে, গাড়িচালক-এর নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।