lionel messi, argentina, world cup
"কেউ আমাকে কিভাবে বোঝাবে যে জাদুর অস্তিত্ব নেই"- লিওনেল মেসি

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর বাদে বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। তবে বিশ্বকাপ জেতা সম্ভব হয়েছে জাদুর জন্য এমনটাই মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার পর কেন এরকম মন্তব্য করছেন তিনি ?

নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে বিশ্বকাপ হাতে বেশ অনেক ছবি পোস্ট করেছেন মেসি। সেগুলি দেখে বোঝাই যাচ্ছে বিশ্বকাপ জিতে দেশে ফেরার সময় বিমানের মধ্যে তোলা হয় সেই ছবি। ক্যাপশনে আর্জেন্টাইন তারকা লিখেছেন, “কেউ আমাকে কিভাবে বোঝাবে যে জাদুর অস্তিত্ব নেই।” লিওনেল মেসির এই কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে বিশ্বকাপ জয়ের ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। জাদুর জন্যই সম্ভব হয়েছে বিশ্বকাপ জেতা এমনটাই মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ জেতার পরেও মেসি বিশ্বাস করতে পারেননি যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ জেতার পর মেসি ইনস্টাগ্রামে লিখেছেন,”বিশ্ব বিজয়ী, কতবার দেখেছি স্বপ্ন। এটিকে পাওয়ার জন্য কতইনা অপেক্ষা করেছি। সেটা পাওয়ার পর কিছুতেই বিশ্বাস করতে পারছিনা, যে সেটা পেয়েছি। আমার পরিবারকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাদেরকেও ধন্যবাদ যারা আমার ওপর বিশ্বাস রেখেছিল যে আমি পারবো। আরো একবার প্রমান হয়ে গেল আর্জেন্টিনার গোটা দল এক হয়ে যদি কিছু চায়, সেটা পেয়ে থাকে। কোন একজন ব্যক্তির জন্য নয়, গোটা দলের জন্য এটি সম্ভব হয়েছে। একটি স্বপ্নের পেছনে দৌড়েছিলাম আমরা এবং আমরা পেরেছি।”

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনায় ফিরে পরিবারের সঙ্গে বেশ অনেক দিন কাটিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর তিনি ফ্রান্সের ফিরে গেছেন নিজের ক্লাবে। সেখানে ফিরে তিনি তার সতীর্থদের কাছ থেকে এবং ফুটবল স্টাফদের থেকে পেয়েছেন ‘গার্ড অফ অনার’। মেসি প্যারিসে পা রাখতেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল প্যারিসের বিমানবন্দরের বাইরে। যে দেশকে বিশ্বকাপ ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন মেসি, সেই দেশেই সম্মানের সঙ্গে স্বাগত জানানো হয়েছে তাকে।

বিশ্বকাপের পর পিএসজির হয়ে দুটো ম্যাচ খেলেননি মেসি। তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে পরের ম্যাচে মাঠে নামতে চলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেই ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামবেন এমবাপ্পেও। অর্থাৎ বিশ্বকাপের পর আরো একবার মাঠে একসঙ্গে দেখা যাবে মেসি ও এমবাপ্পেকে। তবে এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, এবার মাঠে নামবে সতীর্থ হিসাবে।