দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার, লক্ষীর ভান্ডার প্রকল্প
কেমন চলছে দুয়ারে সরকার ? দেখে নেওয়া যাক নগরউখড়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাউন্ড রিপোর্ট । ছবিঃ সংগৃহীত

সুদীপ সরকারঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে সাধারণ মানুষের কথা বিবেচনা করে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মর্মেই রাজ্যের প্রতিটি জেলায় জেলায় বসছে দুয়ারে সরকার ক্যাম্প। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার, লক্ষীর ভান্ডার প্রকল্প
কেমন চলছে দুয়ারে সরকার ? দেখে নেওয়া যাক নগরউখড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাউন্ড রিপোর্ট । ছবিঃ সুদীপ সরকার

তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক স্বপ্নের প্রকল্প নিয়ে হাজির এই দুয়ারে সরকার ক্যাম্প। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় দুই বার করে এই ক্যাম্প বসছে। তবে দ্বিতীয়বার এই ক্যাম্পে নতুন করে একটি প্রকল্প যুক্ত করা হয়েছে, সেটি হল “লক্ষীর ভান্ডার।” এই ক্যাম্প এর মাধ্যমে “লক্ষীর ভান্ডার” সহ আরও ১৮ টি প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। শত শত মানুষ তাদের একাধিক সমস্যা নিয়ে হাজির হচ্ছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে।

দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার, লক্ষীর ভান্ডার প্রকল্প
কেমন চলছে দুয়ারে সরকার ? দেখে নেওয়া যাক নগরউখড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাউন্ড রিপোর্ট । ছবিঃ সুদীপ সরকার

গতকাল নদীয়া জেলার নগরউখড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঝিকরা এলাকায় দুয়ারে দরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নগরউখড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নারায়ন চন্দ্র দাস। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং বর্তমান ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর (INTTUC) সভাপতি দেবাশীষ গাঙ্গুলী। এছাড়াও সেখানে অনেক তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মানুষের সমস্যা গুলি তারা খতিয়ে দেখছেন এবং সমস্যা সমাধানের সুপরামর্শ দিচ্ছেন।

আইএনটিটিইউসি (INTTUC) এর সভাপতি জানিয়েছেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। এই প্রকল্প অত্যন্ত সার্থকতার সাথে আজ হরিণঘাটা ব্লক প্রশাসনের সহযোগিতায় এবং নগরউখড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা এলাকায় ‘দুয়ারে সরকার’ অনুষ্ঠিত হচ্ছে। আমার মা বোনেরা এখানে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন।” গোটা বিষয়টি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার, লক্ষীর ভান্ডার প্রকল্প
কেমন চলছে দুয়ারে সরকার ? দেখে নেওয়া যাক নগরউখড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাউন্ড রিপোর্ট । ছবিঃ সুদীপ সরকার

এছাড়াও তিনি আরো জানিয়েছেন, “তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প আগামী দিনে মানবকল্যাণে ও জনকল্যাণে ইতিমধ্যেই বিশ্ববন্টিত হতে চলেছে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই প্রকল্প দরবারে সমাদৃত হবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হবেন।”  দেবাশীষ বাবুর পাশাপাশি একই মতামত জানিয়েছেন নগরউখড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নারায়ন চন্দ্র দাস।