today gold price, gold price, সোনার দাম
কত কমলো সোনার দাম ? বিয়ের মরশুমে স্বস্তির হাসি ক্রেতাদের | ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কিছুদিনের মধ্যেই শীতের হাত ধরে শুরু হবে বিয়ের মরশুম। কাজেই সোনা কেনার ব্যাপারে অগ্রসর হবেন নবদম্পতির অভিভাবকরা। কিন্তু চিন্তার কারন নেই। আজ সোনার দর খানিকটা কমেছে বলে দাবি সূত্রের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ২২ ক্যারেট হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম কমে হয়েছে ৪৬৭০ টাকা এবং একগ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার মূল্য দাঁড়িয়েছে ৫০৯৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট হলমার্ক যুক্ত আটগ্রাম সোনার মূল্য ৩৭,৩৬০ টাকা এবং দশগ্রাম সোনার মূল্য ৪৬,৭০০ টাকা।

আট গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৪০,৭৬০ টাকা। দশগ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫০,৯৫০ টাকা। এ সপ্তাহের প্রথম দিকে বিশ্ববাজারে এক ট্রয় আউন্স সোনার মূল্য ছিল ১৬৫০ আমেরিকান ডলার। তবে আজ এই দাম অনেকটাই কমেছে। বর্তমানে এক ট্রয় আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১৬৩৪ আমেরিকান ডলার। গতকাল অর্থাৎ বুধবারে সোনার দাম অনেক হারে বেড়ে যাওয়ায় চিন্তার মুখে পড়েছিল ক্রেতারা। কিন্তু ঠিক একদিন পরই এই ধরনের মূল্য হ্রাসের জন্য খুশি তারা।

সোনা বাদেও তুলনামূলকভাবে কমেছে রুপোর দামও। এক কেজি রুপোর বাটের দাম কমে দাঁড়িয়েছে ৫৮,১০০ টাকাতে। কাজেই এই খবরে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ক্রেতারা।

গত কয়েক বছর ধরে সোনার দাম ঊর্ধ্বগামী হওয়ায় বেশ চিন্তায় আছেন সাধারণ মানুষ। কারণ বিশেষত ভারতবর্ষের বিবাহ সংস্কৃতি এবং বিভিন্ন অনুষ্ঠানে সোনার চাহিদা অনেক বেশি। এছাড়া করোনাকালে বিভিন্ন দেশের মুদ্রার ওপরে কোপ পড়লেও সোনার দামের উপর বরাবরই আস্থা রেখেছেন বাণিজ্যিক মহলের মানুষ। এজন্যই করোনাকালেও বেশ চাহিদা ছিল সোনার এবং দাম কমেনি সেই সময়।