আবহাওয়া, আজকের আবহাওয়া, weather, আজকের আবহাওয়ার খবর
আজ সরস্বতী পূজার দিন কেমন থাকবে সারাদিনের আবহাওয়া ? জেনে নিন | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ সরস্বতী পূজা। ছাত্র-ছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। আর এই আনন্দের দিনে গতকালের বৃষ্টি-বাদলার দিন পার করে আজ সারাদিন রোদ-ঝলমলে আকাশ পাবে বঙ্গবাসীরা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

গতকাল সারাদিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রায় সমস্ত জেলায় মাঝারি থেকে ভারি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলেছে। কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি হওয়া নতুন আপডেটে জানানো হয়েছে যে, আজ বাংলার কোন জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং সারাদিন রোদ ঝলমল আকাশ পাবে বঙ্গবাসী।

কলকাতার আবহাওয়ার খবর:-

সারা রাজ্যের মত আজ কলকাতাতেও সারাদিন আকাশ থাকবে পরিষ্কার। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৬৭ শতাংশ। ভ্রমন প্রিয় মানুষদের জন্য আজ কলকাতার আবহাওয়া অনুকূল।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর:-

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই সারাদিন আকাশ থাকবে পরিষ্কার। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আকাশ থাকবে আংশিক মেঘলা এবং তার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টির দেখাও মিলতে পারে। গতকালের তুলনায় আজ তাপমাত্রার পারদ কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর:-

গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হলেও আজ কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।