মাধ্যমিক পরীক্ষা, madhyamik, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাস এর জেরে বাতিল করা হয়েছে একুশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন। তার পাশাপাশি তিনি জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করা হবে। তা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

কিভাবে করা হবে মূল্যায়ন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মূল্যায়নের বিষয়টি সংশ্লিষ্ট বড় শিক্ষা দপ্তরের বিষয়। মূল্যায়নের বিষয়টি তারাই খতিয়ে দেখবে।

মাধ্যমিক পরীক্ষা, madhyamik, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
ছবিঃ সংগৃহীত

উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মহামারী করোনা ভাইরাস এর মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত কিনা সে বিষয়ে খতিয়ে দেখা। এছাড়াও যদি মহামারীর মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয় তাহলে কি পদক্ষেপ হওয়া উচিত।

তবে বিশেষজ্ঞ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই কঠিন পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত না করায় ভালো হবে। এছাড়াও ওয়াকিবহাল এর সিংহ ভাগই প্রায় পরীক্ষা না হওয়ার পক্ষে। যার কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এবছর মাধ্যমিকওউচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ২১ লক্ষ্য পরীক্ষার্থী ছিল। এই ২১ লক্ষ্য পরীক্ষার্থীদেরকে মূল্যায়ন এর ব্যাপারে নতুন কমিটি গঠন করতে চলেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষা, madhyamik, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
ছবিঃ সংগৃহীত

মহামারীর মধ্য দিয়ে পরীক্ষা বাতিল করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি চাই, পড়ুয়ারা যাতে কোনও বিপদে না পড়ে। তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। তারা আমাদের ছোট্ট প্রিয় সাথী। পরীক্ষা ছাড়া মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে মানসিক কোনও সমস্যা না হয়, রেজাল্ট তৈরির আগে সব দিক ভালো করে খতিয়ে দেখতে বলব শিক্ষা দপ্তরকে। পড়ুয়াদের দিকটা ভেবেই যেন সিদ্ধান্ত নেয়। ওরা যাতে কোনও সাফার না করে।”

তবে স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অনেক পিছিয়ে আছে। যার কারণে তারা পরীক্ষায় তেমন ফল করতে পারবে না। সেই কারণেই পড়ুয়াদের যাতে কোনো বিষয়ে অসুবিধায় পড়তে না হয় সেই জন্যই পশ্চিমবঙ্গ শিক্ষা অভিযান দ্বিমুখী উদ্যোগ নিয়েছে। “বাংলা শিক্ষা” পোর্টাল এ বিষয় ভিত্তিক শিক্ষক ও শিক্ষিকাদের তৈরি অডিও ভার্চুয়াল স্টাডি মেটেরিয়াল আপলোড করা হয়েছে। সেখানে গিয়েই ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশোনা করতে পারবে।

মাধ্যমিক পরীক্ষা, madhyamik, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,
ছবিঃ সংগৃহীত

এছাড়াও জানানো হয়েছে, এতদিন যাবৎ অনলাইনে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস করানো হতো। কিন্তু এবার পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরাও অনলাইনে ক্লাস করতে পারবে সে বিষয়েও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার।