baruipur, money seized by police in baruipur, বারুইপুর, বারুইপুরে পুলিশ উদ্ধার করে লক্ষ লক্ষ টাকা
ফের উদ্ধার বিপুল ধনরাশি! বারুইপুরে নাকা চেকিং-এ গাড়ির ভেতর পাওয়া গেল লক্ষ লক্ষ টাকা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কিছুদিন অন্তর অন্তর লাখো লাখো টাকা উদ্ধার হচ্ছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন নেতা, মন্ত্রী বা সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া যাচ্ছে অগনিত অর্থ। এবার সেই ধারা বজায় রেখে গত শনিবার রাতে বারুইপুর টং তলাতে একটি গাড়ির মধ্যে থেকে পাওয়া গেল বিপুল পরিমাণ অর্থ।

পুলিশের নাকা চেকিং এর সময় এই পরিমান টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে গাড়ি-চালক অভিজিৎ নস্কর এবং গাড়ির মধ্যে থাকা নবীন কুমার সিং নামের এক ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, নবীন কুমার সিং-এর কাছ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার হয় নাকা চেকিং-এর সময়। ওই কাপড়ের ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় ৪ লক্ষ ৮৮ হাজার টাকা। এত টাকা এক সাথে উদ্ধার হওয়ার পর স্বাভাবিকভাবেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।

এই বছরই গত জুলাই মাসে হাওড়ার পাঁচলাতে ঝাড়খন্ডগামী একটি গাড়ি থেকেও লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। সেই সাথে ওই গাড়িতে পাওয়া গিয়েছিল প্রচুর সোনার গহনা। টাকার সাথে আটক হয়েছিলেন ঝাড়খণ্ডের বিধানসভার তিন কংগ্রেস বিধায়ক। এদিনের মতো তাদের কাছেও প্রাপ্ত টাকা সম্পর্কে কোনো সদুত্তর পায়নি পুলিশ। জানা গিয়েছে, ওই গাড়িতে প্রায় ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল।

গত শনিবার রাতে বারুইপুর টং তলাতে পুলিশ ওই দুই ব্যক্তির কাছে জানতে চায় এই পরিমাণ টাকা তারা কোথা থেকে আনছে, কি কারণে এবং কোথায় নিয়ে যাচ্ছে? গাড়ির চালক এবং আরোহী কেউই পুলিশের এই সমস্ত প্রশ্নের কোন ঠিকঠাক উত্তর দিতে পারেনি। এমনকি উদ্ধার হওয়া টাকার কোন ব্যাংক রশিদও তাদের কাছ থেকে মেলেনি। কোনো রকম যুতসই উত্তর না মেলার পরই পুলিশের পক্ষ থেকে গাড়ি চালক এবং গাড়ির আরোহী নবীন কুমারকে গ্রেফতার করা হয়।

পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ধৃতদের বিরুদ্ধে আইপিসি ৩৭৯ এবং আইপিসি ৪১১ ধারায় মামলা রজু করেছে পুলিশ। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করা হবে।