পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশের কৃষকদের জন্য বিশাল সুযোগ। প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নীতির অধীনে পাওয়া অর্থের অষ্টম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর কথা ঘোষণা করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বস্তুত আজ সকাল ১১ টায় একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্র সরকারের কৃষক সম্মান নীতির অধীনে প্রায় সাড়ে ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে মোট ১৯ হাজার কোটি টাকা বণ্টন করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পের আয়ত্তায় থাকা সাড়ে ৯ কোটি কৃষক পরিবারের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ১.১৫ লক্ষ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে।
কেন্দ্র কৃষক সম্মান নীতির অধীনে বাংলায় থাকা কৃষকরাও এই টাকা পেতে চলেছে। যদিও এই কৃষক সম্মান নীতির অধীনে বাংলাকে আনতে অনেক দিন ধরেই চেষ্টা করছিল কেন্দ্র সরকার। কিন্তু কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই নীতিকে কিছুতেই বাস্তবায়নে সহ মত পোষণ করছিল না।
বরং প্রথম থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে দাবী রেখেছিল যে বিধানসভা নির্বাচনে জিতলে বিজেপি বা কেন্দ্র সরকার কখনওই কৃষকদের কথা মনে রাখবেন না। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ উল্টো প্রমাণিত হল। কৃষক সম্মান নীতির অধীনে বাংলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২ হাজার টাকা করে ঢুকতে চলেছে।
যদিও এই কৃষক সম্মান নীতিতে সারা বছর যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। যদিও এই অর্থ একবারে না দিয়ে চার মাসের ব্যবধানে তিন কিস্তিতে পাঠানো হয়। গত বছর ছিল এই নীতির সপ্তম কিস্তি। গত বছর ২৫ শে ডিসেম্বর এই সপ্তম কিস্তি পাঠানো হয় কৃষকদের ব্যাঙ্কে। যদিও এই টাকা ডিবিটি এর মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে।