পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশের বিভিন্ন রাজ্যে করোনা মোকাবিলায় লক ডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা করোনা যুদ্ধে সামনে থেকে যুদ্ধ করে চলেছে অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা। স্বাস্থ্যকর্মীদের সুবিধার জন্য বিভিন্নভাবে এগিয়ে আসছে সরকার। তেমনই একটা সুবিধে হল, নিজেদের পরিচয়পত্র দেখালেই স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্য কর্মীরা।
বস্তুত প্রায় সমস্ত কিছু ফের বন্ধ করে দেওয়া হয়েছ করোনা অতিমারির বাড়বাড়ন্তের ঠেলায়। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ সমস্ত বেসরকারি অফিস এবং সরকারি ক্ষেত্রে অর্ধেক কর্মী নিয়ে কাজ করা হচ্ছে। বন্ধ আছে রেল এবং বাস পরিষেবা। এমত অবস্থায় অনেকেরই নিজেদের কাজে যেতে বেশ অসুবিধে হচ্ছে।
বিশেষ করে যে সমস্ত স্বাস্থ্য কর্মী তাদের স্বাস্থ্য প্রতিষ্ঠান এর থেকে দূরে থাকেন তাদের জন্য এগিয়ে আসলো ভারতীয় রেল।
এমত অবস্থায় স্বাস্থ্য কর্মীদের সুবিধের জন্যই চালু করা হল স্পেশাল ট্রেন। এই স্পেশাল ট্রেনের জন্য রেলের কাছে রাজ্যসরকার যে আর্জি জানিয়েছিল তা মঞ্জুর করে নেয় রেল এবং জানায় যে নিজের পরিচয় পত্র এবং কতৃপক্ষের অনুমতি পত্র দেখালেই স্পেশাল ট্রেনে উঠতে পারবে স্বাস্থ্যকর্মীরা।
মূলত হাওড়া ও শিয়ালদা ডিভিশানে এই স্পেশাল ট্রেন চালু করা হবে। যেহেতু গত ৬ ই মে থেকে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে প্রায় বন্ধ বেশীরভাগ রেল পরিষেবা, সেক্ষেত্রে নিত্যযাত্রী, অফিস যাত্রী এবং স্বাস্থ্য কর্মীদের কর্মস্থলে পৌঁছতে হিমশিম খেতে হচ্ছে। এই মর্মে মূলত স্বাস্থ্য কর্মীদের সুবিধের জন্যই চালু হতে চলেছে স্পেশাল ট্রেন, যা নিঃসন্দেহে স্বাস্থ্য কর্মীদের অনেক সমস্যার সমাধান করবে।