পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা দেশে বর্তমানে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এমত অবস্থায় সারা দেশের বেশ কিছু রাজ্যে ডাকা হয়েছে লকডাউন বা আংশিক লকডাউন। এমত অবস্থায় কর্মী সুরক্ষার দিকে নজর রেখে এমপ্লয়িজ স্টেট ইন্সিয়রেন্স কর্পোরেশন (ESIC) বিভিন্ন সুযোগ সুবিধে দিচ্ছে কর্মচারীদের। তাদের কর্মচারীদের কেউ করোনায় আক্রান্ত হলে ESIC আয়ত্তায় থাকা হাসপাতালে নিজের এবং পরিবারের বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে।
এছাড়াও কাজ না করতে পারলে পাবে তিন মাসের আংশিক বেতন এবং চাকরী ছেড়ে গেলে পাবে বেকার ভাতা। বর্তমানে ESIC এর ২১ টি হাসপাতালে চলছে করোনা ভাইরাসের চিকিৎসা। যেখানে করোনা বেড আছে ৩,৬৭৬ টি। এছাড়াও আছে ২২৯ টি আইসিইউ এবং ১৬৩ টি ভেনটিলেশন এর সুবিধে।
এর সাথেই ESIC এর কর্তিপক্ষ জানিয়েছে যে, যদি কোনও কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়, তবে তার পরিবারকে দেওয়া হবে ১৫ হাজার টাকা। এছাড়াও কোনও কর্মচারী করোনা আক্রান্ত হয়ে কাজে আসতে না পারলে তাহলে আগামী ৯১ দিনের জন্য উক্ত কর্মচারীকে দেওয়া হবে ৭০ শতাংশ বেতন।
এছাড়াও যদি কখনও কোনও ESIC এর অন্তর্ভুক্ত কারখানা বন্ধ হয়ে যায় তবে ওই বেকার কর্মচারীকে দু বছরের জন্য বেকার ভাতা দেওয়া হবে এবং অটল বীমা কল্যাণ প্রকল্পের আয়ত্তায় দেওয়া হবে ৯০ দিনের জন্য আর্থিক সহায়তা এবং পাবে দৈনিক বেতনের ৫০ শতাংশ।