মিঠুন চক্রবর্তী, বিজেপি, mithun chakraborty
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ রাজ্যের বিভিন্ন স্থান থেকে উঠে আসছে ভোট পরবর্তী হিংসার ছবি। বিধানসভা নির্বাচন সম্পন্ন হলেও তার জের এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলা। বিভিন্ন স্থান থেকে বোমাবাজি এবং শাসক দল ও বিরোধী দলের কর্মী-সমর্থকদের বিবাদের খবর উঠে আসছে। এবার এই রাজনৈতিক হিংসা বন্ধ করার আর্জি জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

একুশের বিধানসভা নির্বাচনের আগেই ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে তিনি রাজনৈতিক দলে নাম লিখিয়ে প্রার্থীর টিকিট পাওয়ার উদ্দেশ্যে লড়াই করেননি তিনি। তিনি ‘সোনার বাংলা’ গড়ার উদ্দেশ্যে বিজেপি প্রার্থীদের হয়ে সভা ও রোড শো করেছেন। রীতিমতো তিনি রাজ্যে বিজেপির বড় যোদ্ধা হিসেবে কাজ করেছেন।

প্রতিনিয়ত তিনি দলের প্রার্থীদের হয়ে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গিয়েছেন নির্বাচনী প্রচারে। এত খাটাখাটনি করার পরও সব কষ্ট বিফলে গেল বিজেপির। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ছবি উঠে আসছে।

অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে এমনকি তাদের বাড়ি ভাঙচুর করছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। বিজেপি জানিয়েছে, এখনো পর্যন্ত ৬ জন বিজেপি কর্মী সমর্থক মারা গিয়েছেন।

পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা চরম পর্যায়ে পৌঁছে যাওয়ায় গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সফরে এসেছেন বিজেপি কর্মী দের সঙ্গে দেখা করতে। জেপি নাড্ডা বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং আশ্বাস দিয়েছেন তাদের পাশে থাকার।

অন্যদিকে মহাগুরু মিঠুন চক্রবর্তী এই রাজনৈতিক হিংসা বন্ধ করার আর্জি জানিয়ে বলেন, “নির্বাচনের পরেও বাংলায় হিংসার আগুন থামেনি। অন্তত এই সকল মানুষের পরিবারের কথা ভেবে এগুলো বন্ধ করুন।”