স্পুটনিক ভি, করোনা ভাইরাস, করোনা ভ্যাকসিন,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াভহ হয়ে উঠছে। এমত অবস্থায় চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের সাথে মোকাবিলার একমাত্র পথ হল সকলকে ভ্যাক্সিন দেওয়া এবং সকলের মাস্ক পরা। এমত অবস্থায় দেশে এতদিন দুরকমের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড। আজ থেকে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি দেওয়া শুরু হল দেশে। যা সবার আগে পাবে হায়দ্রাবাদের মানুষ।

যদিও সেন্ট্রাল ড্রাগস অফ ল্যাবরেটরির তরফে আগেই গ্রিন সিগন্যাল পেয়ে গেছে রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরির তরফে জানানো হয় যে আজ হায়দ্রাবাদে প্রথম ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন দেওয়া হবে। ৫ শতাংশ জিএসটি সহ এই ভ্যাক্সিনের দাম পড়বে ৯৪৮ টাকা। যদিও বর্তমানে এমন দাম থাকলেও পরে স্থানীয় ভাবে স্পুটনিক ভি এর উৎপাদন শুরু হলে কমতে পারে এই ভ্যাক্সিনের দাম।

যদিও বর্তমানে রাশিয়া থেকে আমদানি করা হচ্ছে স্পুটনিক ভি ভ্যাকসিন। কিন্তু জুলাই থেকে ভারতেই উৎপাদন হবে স্পুটনিক ভি ভ্যাকসিন। যদিও আজই ভারতে এসে পৌঁছয় এই স্পুটনিক ভি ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকে বাজার গত করে টীকা প্রদান শুরু হবে বলে জানান্য নীতি আয়োগের এক স্বাস্থ্য আধিকারিক।

ভারতে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি আমদানি হওয়াতে ফাইজার, মর্ডানা এবং জনসন এবং জনসনের মত সংস্থার টীকা ভারতের বাজারে আমদানির পথ খুলে গেলো বলে জানা যাচ্ছে। ফলে ভারতে কিছুদিনের মধ্যে যে ভ্যাক্সিনের আকাল কমবে তা খুবই স্পষ্ট।

বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়ে নীতি আয়োগের সদস্য ভিকে পল জানান যে,” ভারতে এসে পৌঁছেছে স্পুটনিক ভি ভ্যাকসিন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী সপ্তাহ থেকেই যা বাজার জাত করা যাবে। রাশিয়া থেকে আপাতত যে অল্প সংখ্যক স্পুটনিক টিকা এসে পৌঁছেছে তা দিয়ে আগামী সপ্তাহ থেকেই টিকাকরণের কাজ শুরু করা যাবে বলে আশা করছি।”