পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিতর্কে জড়ালেন শুভেন্দু অধিকারী। তিনি একটি জনসভায় বক্তব্য রেখেছেন, “বিধানসভা নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেই সরকার চালাবো আমি আর দিলীপ ঘোষ।”
এই বক্তব্যটি কার কেন্দ্র করে জল্পনা বহুদূর। তিনি জানিয়েছিলেন নির্বাচন ফলাফল প্রকাশ হলে গেরুয়া শিবিরে জিতবে। তারপর যে নতুন সরকার গঠিত হবে তা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ এই দুজন মিলে চালাবেন।
বিজেপির নন্দীগ্রামের প্রার্থীর এই বক্তব্যকে কটাক্ষ করে পাল্টা জবাবে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, “নির্বাচনের ভোট যতই এগিয়ে আসছে বিজেপি কর্মীদের চাঙ্গা রাখার জন্য এরকম ধরনের ভোকাল টনিক দিতে হচ্ছে। বিজেপি কর্মীদের মধ্যে জেতার সম্ভাবনা একেবারেই কলশের নিচে গিয়ে ঠেকেছে। নন্দীগ্রাম কেন্দ্র থেকে একটি আসনেও শুভেন্দু অধিকারী জিততে পারবেন না। তাছাড়াও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি পরাজিত হবেন বলেই শুভেন্দু এই সমস্ত কথা বলছেন।”
এছাড়াও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান। “ভারতীয় জনতা পার্টির পরাজয় এবার নির্বাচনে নিশ্চিত। রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতাদের উপর আস্থা হারিয়েছেন। এই কারণেই তাদের ধর্মের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এভাবে মানুষের আস্থা অর্জন করা যায় না।”
নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য করার পিছনে একটা প্রশ্ন থেকে যায় বঙ্গের মানুষের কাছে। এবার বঙ্গে কি দুজন মুখ্যমন্ত্রী ? রাজনৈতিক অন্দরমহলে মনে করা হচ্ছিল বঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়তো শুভেন্দু অধিকারী হবে। তবে শুভেন্দুর জনসভায় এমন মন্তব্য করে জল্পনার মুখে শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী ওই জনসভা থেকে বক্তব্য রেখেছেন, দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আমাকে খুবই স্নেহ করেন, ভালোবাসেন। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে উৎসাহ দিয়েছেন। ২ রা মে-এর পরে নতুন সরকার গঠন হবে। আগামী দিনের সরকার গঠনের পর সরকার চালাবেন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ও মেদিনীপুরের দিলীপ ঘোষ এমনটাই বক্তব্য রেখেছেন শুভেন্দু।