
পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যসভায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাম্প্রতিক বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে রাজ্যসভায় সরব হলেনaAZ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এদিন বলেন, “বাংলায় গেলে খুন হয়ে যেতে পারি।”
আগামী ১৬ এবং ১৭’ই এপ্রিল বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এহেন মন্তব্য ! জানিয়ে রাখি, গতকাল বুধবার “অপরাধী সনাক্তকরণ বিল ২০২২” সংক্রান্ত ভাষণ রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় আম আদমি পার্টির সংসদ সঞ্জয় সিং একটি প্রশ্ন করে বসেন। আপ (APP) সংসদ সঞ্জয় সিংয়ের প্রশ্ন কে উদ্দেশ্য করে তিনি এদিন বলেন, “সঞ্জয়বাবু সদ্য গুজরাত ঘুরে এলেন। এখনও বাংলায় যাননি। বাংলায় যাবেন না, গেলেই খুন হয়ে যেতে পারেন।”

এছাড়াও তিনি আরও বলেন, “শুধু আপনি নন, আমি গেলেও খুন হয়ে যেতে পারি।” তবে অমিত শাহের এমন মন্তব্যের বিরোধিতায় করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের পাল্টা জবাবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, “অমিত শাহ বাংলার সম্বন্ধে, জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। আমি সেই সময় হাউজে ছিলাম, এই মন্তব্যের বিরোধিতা করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেব না। তাও যে মন্তব্য অমিত শাহ করেছেন, সারা ভারতের মানুষ দেখেছেন, ওরাই যোগ্য জবাব দেবেন।”
অন্যদিকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য অমিত শাহের এহেন মন্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, “রাজনৈতিক বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে বাংলার অবস্থা অমিত শাহের থেকে ভালো কেউ জানেন না। উনি আমাদের সভাপতি ছিলেন, বাংলায় সংগঠন বিস্তারের সঙ্গে যুক্ত ছিলেন। কীভাবে আমাদের শতাধিক কর্মী বিজেপি করার অপরাধে খুন হয়েছেন ও ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত ৫৬ জন বিজেপি কর্মী খুন হয়েছেন, এসবই জানেন তিনি। একাধিক বিজেপি কর্মী-সমর্থকের অঙ্গহানি হয়েছে। বিজেপি করার অপরাধে অনেকে টোটো-অটো স্ট্যান্ডে লাগাতে পারেন না। তৃণমূলই তৃণমূলকে মারছে। নজিরবিহীন ঘটনা বাংলায়।”