mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, tmc, তৃণমূল কংগ্রেস, টিএমসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে ৮ দফায় চলছে বিধানসভা নির্বাচনী ভোট। ইতিমধ্যেই সপ্তম দফার বিধানসভা নির্বাচনী ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে এক দফার ভোট। আগামী ২৯ শে এপ্রিল অষ্টম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গতকাল সোমবার নির্বাচনী প্রচার শেষ হয়েছে। নির্বাচন কমিশনের আদেশ মান্য করেই নির্বাচনী প্রচারের শেষ সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মিনার্ভার ভার্চুয়াল সভা থেকে তিনি বললেন, “সবাইকে ক্ষমা করতে পারি, কিন্তু গাদ্দারদের ক্ষমা নয়।

বঙ্গে এবার পাখির চোখ পড়েছে গেরুয়া শিবির। বিজেপি সরকারের দাবি, বাংলায় দু’শোর বেশি আসনে জয়লাভ করে “সোনার বাংলা’ গড়বে তাদের দল। অন্যদিকে ঘাসফুল শিবিরের দাবি, দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভ করে ফের ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। গতকাল মিনার্ভার ভার্চুয়াল সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, “মা মাটি মানুষের সরকার সম্পূর্ণ মেজরিটি নিয়ে জিতবে।’

তবে ২০১১ সালে বাংলায় ঘাসফুল শিবির সরকার গড়েছিল “বদলা নয়, বদল চাই” শ্লোগান তুলে। তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে সরকার গড়তে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে ঘাসফুল শিবির। একুশের বিধানসভা নির্বাচনের শুরু হওয়ার আগেই একাধিক তৃণমূল নেতা দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। তবে গতকালের সভা থেকে দলছুট নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মমতা।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে সমস্ত গাদ্দার, মীরজাফররা বিজেপিতে নাম লিখিয়েছেন ক্ষমতায় আসার পর তিনি তাদের জন্য দলের দরজা খুলবে না।” এছাড়াও তিনি আরও বলেন, “সবাইকে ক্ষমা করতে পারি, কিন্তু গাদ্দারদের ক্ষমা করব না।”

গতকাল সোমবার বঙ্গে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছে। তারই মধ্যে গতকাল ভবানীপুরের ভোট গ্রহণ হয়েছে। একুশের লড়াইয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ছেড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নন্দীগ্রামে। ওই কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল দলছুট নেতা, বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

এদিন ভার্চুয়াল সভা থেকে তিনি নন্দীগ্রামের আসন সম্পর্কে শুভেন্দু অধিকারীর নাম না করে তোপ দাগলেন। তিনি বলেন, “নন্দীগ্রামে দশটা বুথে ওরা রিগিং করেছে। তাই ওই দশটা বুথে শুধু ফল খারাপ হতে পারে। কিন্তু বাকি সব বুথে ধপাস ধপাস করে পড়বে ওরা।”

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসছে তৃণমূল সরকার সেই দাবি জানিয়ে তিনি বলেন, “আমি এক সময় বলেছিলাম ‘বদলা নয়, বদল চাই’। কিন্তু এখন আমি বলছি ‘বদল নয়’। কারণ আমাদের সরকারই থাকছে ক্ষমতায়। তবে বিজেপির সঙ্গে কি করতে হবে সেটা আমরা দেখে নেবো। আমি আজ বলে রাখছি, মা মাটি মানুষের সরকার একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে।’

এছাড়াও তিনি আরো বলেন, “রাজ্যে তৃণমূল জিতবে, খুব বেশি হলে ৮০ টি আসন পাবে পদ্ম শিবির। তাই তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার গঠন করবে বাংলায়। এবছরে বিজেপি বাংলায় কিছু করতে পারবে না। তাই আর কিছু সহ্য করব না এবার।”