weather, today weather news, cyclone, cyclone yaas, suvendu adhikari
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ  গতি নিয়ে স্থলভাগের দিকে ছুটে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস। বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপ গত সোমবার তার গতি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। যা তার শক্তি বাড়িয়ে দীঘা ও বালেশ্বরের উপকূলে আছড়ে পড়বে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ওড়িষা উপকূলে আছড়ে পড়বে। তবে পশ্চিমবঙ্গের দীঘা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে তার প্রভাব বেশ দেখা যাবে। এই শক্তিশালী ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্তকতা জারি করেছে রাজ্য সরকার।

এমন পরিস্থিতিতে এবার নন্দীগ্রামের বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও বার্তা দিলেন বঙ্গবাসীর উদ্দেশ্যে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তিনি আমফান এর মত সহযোগিতা করতে পারবেন না, তা আগে থেকেই জানিয়ে দিলেন তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি এখন রাজ্যের মন্ত্রী নই। ফলে এ রাজ্যের সরকার ও প্রশাসনের সঙ্গে থেকে যে কাজটা আমি আগে করতে পেরেছিলাম। সেটা হয়তো এবারের ঘূর্ণিঝড় মোকাবিলায় করতে পারবো না।”

এছাড়াও তিনি আরও বলেন, “তবে সর্বদা আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।” তবে রাজ্য সরকার ও আবহাওয়া দপ্তরের দেওয়ার সতর্কবার্তা অনুযায়ী রাজ্যের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি বলেন, “ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, তার সঙ্গে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। আমরা প্রশাসনের সঙ্গে হাতে হাত রেখে কাজ করব।”

নন্দীগ্রামের বিজেপির বিধায়ক আরও বলেন, “শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলার উপকূলে আছড়ে না পড়লেও, তার প্রভাব রাজ্যের বেশকিছু এলাকায় পড়বে। তবে এমন পরিস্থিতিতে দুর্যোগের সময় আমার প্রধান কাজ হবে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জীবন রক্ষা করা।”

যেহেতু তিনি গতবার তৃণমূলের মন্ত্রী ছিলেন, সেই কারণেই ঘূর্ণিঝড় মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে এবার তিনি আর কোনও মন্ত্রী নন। তাই নিজে থেকে যেটুকু করতে পারবেন, সেটুকুই করবেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী খোদ। তিনি বলেন, “ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষেত্রে যতদূর সম্ভব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।” তবে তিনি ঘূর্ণিঝড় মোকাবিলায় যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।