পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিধানসভা নির্বাচনে প্রার্থীর টিকিট পাননি বলে দল ত্যাগ করেছিলেন তৃণমূল জনপ্রিয় নেত্রী সোনালী গুহ। একুশের বিধানসভা নির্বাচনের আগেই তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকেও তাকে ভোটের টিকিট দেয়নি।
একুশের বিধানসভা চলাকালীন নিস্তব্ধ ভাবেই কাটিয়েছেন তিনি। তবে নির্বাচন শেষে ফল প্রকাশ হবার পরে সাঁতরাগাছির তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোনালী গুহ গলায় অন্য সুর পাওয়া গেল। তৃণমূল নেত্রী সোনালী গুহ ফের তৃণমূলের ফিরতে চান। পদ্মফুল শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন সোনালী গুহ।
টুইট বার্তার মাধ্যমে তিনি তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়েছেন। দলত্যাগী নেত্রী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোনালি টুইট করে লিখেছেন, , ‘সম্মানীয়া দিদি, আমার প্রণাম নেবেন। আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি।’
এছাড়াও তিনি আরও লিখেছেন, দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন। ধন্যবাদান্তে, আপনার স্নেহের সোনালি গুহ।’
প্রিয় দিদি @MamataOfficial @AITCofficial pic.twitter.com/ZOtiSvvUSO
— SONALI GUHA (BOSE) (@SONALIGUHABOSE) May 22, 2021
উল্লেখ্য, গত মার্চ মাসের ৫ তারিখে একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই প্রার্থীর তালিকায় সোনালী গুহ-এর ছিল না। সাঁতরাগাছির বিধায়ক সোনালীকে একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না দেওয়ায় চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল। নির্বাচনের টিকিট না দেওয়ায় তিনি অভিমানে বলেছিলেন, দিদি মনে হয় আমাকে ভুলে গিয়েছেন।
তবে তৃণমূল শিবির ছাড়ার পর রাত পেরোতে না পেরোতেই বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের বিশ্বস্ত সৈনিক সোনালী গুহ। তবে তিনি এবার তৃণমূলে যোগদান করার উদ্দেশ্যে জানালেন, ‘মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমন আমি দিদিকে ছাড়া বাঁচতে পারব না।’
এই কথাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থক শমীক ভট্টাচার্য বলেন, “যে যেখানে শান্তি পাবে, সে সেখানেই যাক। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।” তবে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় জয়লাভ করার পর সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, “যারা আসতে চায়, আসুক না, কে বারণ করেছে ? এলে স্বাগত।” তবে এই মুহূর্তে তৃণমূল নেত্রী সোনালী গুহকে তৃণমূলের ফিরিয়ে নেবেন কিনা সে বিষয়ে আশঙ্কায় রয়েছেন সোনালী।