singur, siliguri, mamata banerjee, tmc, cpm, tata,
"টাটাকে আমি তাড়াইনি! সিপিএম তাড়িয়েছে।" দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের

পশ্চিমবঙ্গ ডেস্কঃ নির্বাচনের আগেই সিঙ্গুর ইস্যুতে সরগম বঙ্গ রাজনীতি। শিলিগুড়িতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “টাটা কে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে।” রাজ্যে শিল্পের পরিবেশ নিয়োগ নিয়ে বিরোধীরা শাসকদলের দিকেই আঙুল তুলছে, আর ঠিক সেই সময় তাৎপর্যপূর্ণ দাবি করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “কেউ কেউ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। বলছে, আমি টাটাকে তাড়িয়েছি। টাটাকে আমি তাড়াইনি! সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। এত প্রকল্প হয়েছে, কারও জমি জোর করে নেওয়া হয়নি।”

তবে এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি চাই রাজ্যে শিল্প বিনিয়োগ হোক। এখানে শিল্পপতিদের মধ্যে কোনও বৈষম্য করতে চাই না। সবাই সমান সুযোগ পাক।”

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন তাৎপর্যপূর্ণ মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মিথ্যেবাদী বলে কটাক্ষ করছেন। বাম, কংগ্রেস এবং বিজেপির দাবি, “মিথ্যা কথা বলছে মুখ্যমন্ত্রী।”