nusrat jahan nikhil jain, নুসরত জাহান, নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি, বিয়ে নয়
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের সংসদ নুসরত জাহান অন্ত:সত্ত্বা। তবে অভিনেত্রীর স্বামী নিখিলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বর্তমানে। তবে এই সন্তানদের পরিচয় পত্র কি হবে ? এই নিয়েই গুঞ্জন চলছে টলিউড এবং বাংলার রাজনৈতিক মহলে

এছাড়াও নেটদুনিয়ায় নিখিল জৈন ও নুসরত জাহানের বিবাহ বিচ্ছেদ নিয়ে একটি প্রশ্ন উঠেছে প্রতিনিয়ত। বিগত কয়েক দিন নিখিলের সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার মুখ খুললেন নুসরত জাহান। মুখ খুলতে না খুলতেই বিস্ফোরক দাবি অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, “নিখিল জৈন-এর সঙ্গে তার কোনো বিয়ে হয়নি। শুধুমাত্র সহবাস করেছি।”

নুসরত জাহান আজ একটি বিবৃতিতে জানিয়েছেন, “তুরস্কে তাদের আইন মেনে বিয়ে হয়নি। এমনকি তাদের বিয়ের রেজিস্ট্রেশনও হয়নি। সংশ্লিষ্ট দেশের আইনে এই বিয়ে অবৈধ। আর তাছাড়াও হিন্দু-মুসলিম বিয়ের ক্ষেত্রে বিশেষ নিয়ম মানা উচিত। কিন্তু আমাদের বিয়ের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। সেই ক্ষেত্রে নিখিলের সঙ্গে আমার বিয়ে হয়নি।”

আইনগত দিক থেকে বিবাহবিচ্ছেদের বিষয়টিকে ঘিরে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান জানিয়েছেন, “নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি, বিয়ে নয়। তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।”

nusrat jahan nikhil jain, নুসরত জাহান, নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি, বিয়ে নয়
ছবিঃ সংগৃহীত

তবে এই মুহূর্তে নেটিজেনদের প্রশ্ন? নুসরত জাহানের গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটা কি তাহলে অভিনেতা যশ দাশগুপ্তের? তবে এ বিষয়ে এখনও অভিনেত্রী কিছু জানাননি। বরঞ্চ তিনি সরব হয়েছেন স্বামী নিখিলের বিরুদ্ধে। নিখিল জৈন এর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এছাড়া এদিন তিনি বলেন, “আমার ব্যাগ জামাকাপড় ও গহনা অনেক কিছুই নিখিলের বাড়িতে রয়ে গিয়েছে। বড়লোক হলেই এক মহিলার ওপর আঘাত হানা যায় না। আমি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজের পরিচয় তৈরি করেছি।”

নুসরত জাহান মা হতে চলেছেন, এই খবর শুনে নিখিল জৈন জানিয়েছিলেন, “বিগত কয়েক মাস ধরে অভিনেত্রীর সঙ্গে কোনো সম্পর্কই নেই তার। কাজেই এ সন্তান তার নয়।” তবে নেট পাড়ায় জল্পনা ছড়িয়েছিল বহুদূর। তবুও কোন রকম মুখ খুলতে চাননি অভিনেত্রী। অবশেষে তার দাম্পত্য জীবনে কাটাছেঁড়া হতেই মুখ খুললেন অভিনেত্রী। সমস্ত কথায় তিনি পরিষ্কার করে বুঝিয়ে বলে গেলেও, যশ দাশগুপ্ত যে তার সন্তানের বাবা, সে বিষয়ে তিনি কোন প্রকার কথা বলেননি।