পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গতকাল সংসদে তার মন্ত্রকের পারফরমেন্স এর কথা বলতে গিয়ে বলেন, “ভারতের রাস্তা ২০২৪ সালের ২৪ শে ডিসেম্বরের মধ্যে আমেরিকার রাস্তার মত হবে।” এছাড়া গত কয়েক বছরে তার মন্ত্রক কি কাজ করেছে তারও তথ্য সবার সামনে তুলে ধরেছেন নীতিন গড়করি।
প্রসঙ্গত, গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি সংসদে অনুদানের দাবি নিয়ে আলোচনায় তার কাজের এক এর পর এক উল্লেখ করতে থাকেন। তখনই কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “অনেক বড় বড় স্বপ্ন দেখাচ্ছেন, আর আমরা স্বপ্ন দেখছিও।”
তখনই উত্তরে নীতিন গড়করি বলেন, “আপনার পাশে মহারাষ্ট্রের কংগ্রেসের এমপিরা বসে আছেন। আমি গত ৪০ বছর ধরে রাজনীতিতে আছি। আমি যা বলি তাই করে দেখাই। যা আমি করতে পারি না সেই নিয়ে আমি সরাসরি বলে দিই, আমি সেটা পারব না। কিন্তু আজ অবদি আমি যা বলেছি, আমি তা করে দেখিয়েছি। আমাকে কেউ বলতে পারবে না যে এই কাজটা হয়নি।”
এদিন মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেন,”আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় সংকল্প নিয়েছেন যে, ভারতের অর্থনীতিকে বিশ্বের প্রথম সারির অর্থনীতির মধ্যে নিয়ে যাবেন। তাই আমরা আরও দৃঢ় সংকল্প নিয়ে দেশের উন্নয়ন এর কাজ আরো দ্রুতগতিতে করার চেষ্টা করছি।”
তিনি আরো বলেন যে,”আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি কেনেডি বলেছিলেন, আমেরিকা ধনী বলে আমেরিকার রাস্তা ভালো নয়, বরঞ্চ আমেরিকার রাস্তা ভালো তাই আমেরিকা ধনী। আগামী ২৪ শে ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে আমাদের জাতীয় সড়কগুলি আমেরিকার সড়কের সমান হবে।”