"তদন্তে সহযোগিতা করতে এসেছি", হাজিরা দিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- নির্ধারিত সময়ের মধ্যেই ইডি সদর দপ্তরে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা কেলেঙ্কারি কান্ডকে কেন্দ্র করেই দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা নরুলাকে তলব করে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মর্মে আজ সকাল এগারোটা নাগাদ দিল্লির খান মার্কেট এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তরে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে অভিষেকের সাথে তার স্ত্রী কেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ তাদের হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে গরহাজির অভিষেকের স্ত্রী রুজিরা দেবী। ছোট সন্তানদেরকে ছেড়ে দিল্লি যাওয়া সম্ভব হবে না বলে জানিয়েছিলেন রুজিরা দেবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে তিনি আবেদন জানিয়েছেন, দিল্লিতে নয় কলকাতাতেই জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হোক। তবে হাজিরার ঠিক একদিন আগেই দিল্লি পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডি, ed, tmc, abhishek banerjee
“তদন্তে সহযোগিতা করতে এসেছি”, হাজিরা দিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ছবিঃ সংগৃহীত

আজ তিনি ইডির সদরদপ্তরে পৌঁছানোর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ”তদন্তকারী সংস্থা ডেকেছে। সবারই উচিত, তদন্তে সহযোগিতা করা। আমিও সেটা করতেই এসেছি। বাকিটা ওঁরা করবেন। যা ঘটছে, সব দেখছেন দেশের মানুষ।”

তবে তিনি গতকাল দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরে দাড়িয়ে জানিয়েছিলেন, “এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। যদি কোথাও আমাকে অভিযুক্ত হিসেবে প্রমাণ করা যায়, তাহলে আবারও দায়িত্ব নিয়ে বলছি, রাজনীতি ছেড়ে দেব। আমি ভয় পাওয়ার লোক নই। আমাকে এজেন্সি দিয়ে ভয় দেখানো যাবে না। কোনও ইডি, সিবিআই দরকার নেই। ফাঁসির মঞ্চ করে দিন। আমি সেই মঞ্চে উঠে যাব। ভিডিও ফুটেজে যাদের টাকা নিতে দেখা গিয়েছে, তাদের ডাকা হচ্ছে না। মানুষ সব কিছুর বিচার করবেন।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডি, ed, tmc, abhishek banerjee
“তদন্তে সহযোগিতা করতে এসেছি”, হাজিরা দিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ছবিঃ সংগৃহীত

তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন পদক্ষেপ নেওয়ায় তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, ”বুক চিতিয়ে ইডি দপ্তরে যাওয়াকে বাঘ বলে।”