মিঠুন চক্রবর্তী, mithun chakraborty, BJP, election,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা আবহের মধ্য দিয়ে বঙ্গে চলছে বিধানসভা নির্বাচনী ভোট। ৮ দফায় হচ্ছে বিধানসভা নির্বাচনী ভোট তারই মধ্যে সম্পন্ন হয়েছে সপ্তম দফার ভোট। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে অষ্টম দফার নির্বাচনী ভোট।

তবে এটা বলাবাহুল্য, বঙ্গ থেকে আজ বিদায় নিচ্ছে ভোট উৎসব। গত ২৭ শে মার্চ থেকে বঙ্গে শুরু হয়েছে নির্বাচনী ভোট এবং আজ ২৯ শে এপ্রিল অষ্টম দফার ভোট পর্ব সম্পন্ন হয়ে বাংলা থেকে বিদায় নিতে চলেছে ভোট উৎসব। করোনা আবহের মধ্য দিয়ে করোনা প্রটোকল মেনেই হচ্ছে অষ্টম দফার ভোট গ্রহণ পর্ব।

আজ ২৯ শে এপ্রিল রাজ্যের চারটি জেলায় ৩৫ টি আসনে হচ্ছে বিধানসভা নির্বাচন। এবার অষ্টম দফার ভোট পর্বে সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মিঠুন চক্রবর্তী। উত্তর কলকাতার কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ২৪৭ নম্বর বুথের ভোটার তিনি। সকাল সকাল ভোটের লাইনে দেখা গেল মহাগুরুকে।

নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর মহাগুরু বলেন, “এত শান্তিপূর্ণভাবে ভোট আগে কখনো দেখিনি। সকল নিরাপত্তাবাহিনীকে জানাই আমার শুভেচ্ছা।” তবে তিনি করোনা প্রটোকল মেনেই গিয়েছিলেন ভোট দিতে। তার মুখে মাস্ক ছিল। কিন্তু কোভিড দূরত্ব বিধি কিছুতেই বজায় রাখা যাচ্ছিল না।

রুপালি পর্দার এক বড় অভিনেতা তিনি। মহাগুরুকে এক ঝলক দেখার জন্য অনেকেই ভিড় করছিলেন। আবার কেউ কেউ স্পর্শ করার চেষ্টাও করেছিলেন। কিন্তু নিরাপত্তা বাহিনীরা তাকে ঘিরে রেখে দিয়েছিলেন। রুপালি পর্দার অধিনায়ক এর সঙ্গে ভোট দিতে দাঁড়িয়ে যেমন খুশি তার ফ্যানেরা। অন্যদিকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বেজায় খুশি হলেন মহাগুরু।