মমতা বন্দ্যোপাধ্যায়, জগদীপ ধনকড়, নিজাম প্যালেস, টুইট, রাষ্ট্রপতি শাসন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী টুইটার যুদ্ধ সামনে চলে আসলো সকলের। সকালে নিজাম প্যালেসে নারদা কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রীদের তলবের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কোলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে যান নিজাম প্যালেসে। এছাড়াও উত্তেজিত জনতা সেখানে ভিড় করে এবং নিজাম প্যালেস লক্ষ করে ইট বৃষ্টি করতে থাকে। এই প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড় নিজের টুইটার হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে টুইট করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট এ লেখেন যে, “আপনাকে আমার অনুরোধ সংবিধান মেনে চলুন। আইন ভাংবেন না।” নিজাম প্যালেসের ঘটনার জন্য তিনি পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন। তিনি আরও লেখেন যে,” রাজ্যের এই পরিস্থিতি দেখে উদ্বিগ্ন আমি। মুখ্যমন্ত্রীকে আমি বলব, দয়া করে সংবিধান এবং আইন মেনে চলুন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করবো পশ্চিমবঙ্গ পুলিশ, কোলকাতা পুলিশ এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরকেও। এটা খুবই দুঃখজনক বিষয় যে, পরিস্থিতি অবনতি হচ্ছে দেখেও প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নেয়নি।”

পর পর তিনটে টুইট এর মাধ্যমে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেন। তিনি আরেকটি টুইটে লেখেন,” পুলিশ এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা নিয়েছে, আশা করি এই ধরণের আইন-শৃঙ্খলাহীন পরিস্থিতির পরিণতি কি তা আপনি জানেন। এটি আসলে সাংবিধানিক পরিকাঠামোর ব্যর্থতা।” এই কথার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রাষ্ট্রপতি শাসনের কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়? রাজনৈতিক মহলে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা।

এছাড়াও তৃণমূলের সমর্থকদের নিজাম প্যালেস লক্ষ করে ইট বৃষ্টিকে উদ্দেশ্য করে তিনি টুইট করেন যে,” টিভিতে এবং অন্যান্য সংবাদমাধ্যমে এই ঘটনা দেখে আমি তাজ্যব। আমি এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি দেখুন কি ভাবে এই সব ঘটনা ঘটতে দেখেও রাজ্য এবং কোলকাতা পুলিশ স্রেফ দর্শকের ভূমিকা পালন করছে। আমার অনুরোধ, রাজ্যে দ্রুত আইন শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করুন।” যদিও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কি বক্তব্য পেশ করেন সেটাই এখন দেখার।