kareena kapoor, করিনা কাপুর, তৈমুর, taimur
ছবি- সংগৃহীত

ওয়েব ডেস্কঃ- এবার চার-এ পা দিল পতৌদি নবাব পুত্র তৈমুর আলি খান। ইনস্টাগ্রামে ভালোবাসা ও স্নেহ ভরা পোস্ট করলেন আম্মা করিনা কাপুর খান। আর সাথে সাথেই কমেন্ট বক্স উপচে পরল ফ্যানদের অভিনন্দনে।ইনস্টাগ্রামের পোস্ট-এ চোখ রাখলেই দেখা যাচ্ছে তৈমুরের একটি ছবি এবং তার বিভিন্ন মুহূর্ত কোলাজ করা ভিডিও। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট তৈমুর খড়ের আটি হাতে নিয়ে ব্যস্ত পা ফেলে এগোচ্ছে।

করিনার লেখা দেখে ফ্যানদের কাছে ব্যাপারটি পরিষ্কার হলো যে, গরুকে খড় খাওয়ানোর উদ্দেশ্যেই এই কাণ্ড করেছে ছোট্ট তৈমুর। তার পরের ভিডিওতে তৈমুরের বিভিন্ন বয়সের ছবি কোলাজ করে দেওয়া। কখনো গোঁফ একে মুখের নানান অঙ্গভঙ্গি, আবার কখনো আব্বার সাথে তাল মিলিয়ে গিটারে মগ্ন সে, আবার কোনোটায় দেখা যাচ্ছে বরফ খেলায় মেতেছে করিনা পুত্র। আর শেষে বাবা-মায়ের আদর খাচ্ছে আনন্দে।

ছোট্ট রাজপুত্রের জন্য নিজের ভালোবাসা ব্যক্ত করে মা করিনা লিখলেন, “আমি জানি তুমি খুবই পরিশ্রমি। এই মুহূর্তে যেমন গরুকে খাওয়ানোর জন্য খড় তুলে নিয়েছো। কিন্তু সোনা অনেক কাজের মাঝে বরফ চেখে দেখতে ভুলনা। ফুল তুলো, লাফালাফি করো, গাছে চর, আর হ্যাঁ তোমার পুরো কেকটা খেতে ভুলনা। পৃথিবীতে যে জিনিসটা তোমায় সবথেকে বেশি আনন্দ দেবে, মুখে হাসি ফোটাবে, সেটাই করো। তোমার আম্মার থেকে বেশী কেউ ভালবাসতে পারবেনা তোমায়। শুভ জন্মদিন সোনা। আমার টিম”।

পিসি সোহা আলী খানও অভিনন্দন জানালেন, “শুভ জন্মদিন টিম টিম”। মাসি করিশমা কাপুর ব্যক্ত করলেন ভালোবাসা, “শুভ জন্মদিন টিম”। অভিনেত্রী মালাইকা আরোরা কমেন্ট করলেন, “টিম টিম” সাথে অনেক লাভ ইমোজি।