পশ্চিমবঙ্গ ডেস্কঃ উপনির্বাচনকে কেন্দ্র করে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন তৃণমূল সুপ্রিমো।
তবে তৃণমূল সুপ্রিমো পরাজয় লাভ করলেও, তার দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণার পর ছয় মাসের মধ্যে রাজ্যের যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলেই তিনি তার মুখ্যমন্ত্রীর পদে থাকতে পারবেন।
নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরেও হারাবো, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু | ছবিঃ সংগৃহীতগতকাল শুক্রবার তমলুকের একটি রক্তদান শিবির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকেই উপনির্বাচনকে কেন্দ্র করে ভবানীপুর প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন। তিনি এদিন বলেন, “ওনাকে কে বলেছিল নন্দীগ্রামে দাঁড়াতে ? ওনাকে ৮০ হাজার ভোটে জেতানোর স্বপন দেখানো হয়েছিল। কিন্তু শেষে নন্দীগ্রামের মানুষ আমাকেই জিতিয়েছে। উনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন ওনার কানের সামনে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি।”
জানিয়ে রাখি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। সেখানে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু জানিয়েছিলেন দল যদি সম্মতি দেয় তাহলে মমতার বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে বিজেপির হয়ে তিনি লড়বেন। তবে দল জানিয়েছে এক ব্যক্তি বারবার কেন একজনকে হারাবে। সেই পরিপ্রেক্ষিতেই এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে বিজেপির হয়ে লড়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
শুভেন্দু বাবু এ দিন তৃণমূলকে নিশানায় নিয়ে বলেন, “প্রত্যেকটি ঘরে ঘরে বাড়ছে বেকারত্ব। প্রতিটি বাড়ি থেকে একজন করে বেরিয়ে আসতে বলব রাস্তায়। পশ্চিমবঙ্গকে তালিবানি শাসন থেকে মুক্ত করাতে হবে। ভোট দিতে হবে পদ্মফুলে।”
এর পাশাপাশি তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিয়ে বলেন, “একজন তৃণমূল প্রার্থী প্রায় এক লক্ষ বিজেপি কর্মীদের ঘরছাড়া করেছেন আর একজন বিজেপি প্রার্থী মাঠে নেমে ঘুরে ঘুরে বিজেপি কর্মীদের কে ঘরে ঢুকিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবানীপুরের এই লড়াইটা ভোট-পরবর্তী হিংসার লড়াই। এই লড়াইটা বিজেপি কর্মী অভিজিৎ সরকার মায়ের চোখের জলের লড়াই। এখন মানুষই ঠিক করবেন তারা অত্যাচারীদের পাশে দাঁড়াবেন, না অভিজিৎ সরকার এর মত মানুষের পাশে দাঁড়াবেন।”