পশ্চিমবঙ্গ ডেস্কঃ দেশজুড়ে করোনার দ্বিতীয় ওয়েভ-এর মধ্য দিয়েও অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২১। মুম্বাইয়ের ওয়াংখেড়ে-র মাঠে আইপিএলের ১৪ তম আসরের শুরু হতে চলেছে আগামী ৯ এপ্রিল।
চেন্নাই সুপার কিং বনাম দিল্লী ক্যাপিটালস এর খেলা দিয়ে শুরু হবে এ বছরের আইপিএল। দেশজুড়ে করোনা মহামারীর প্রকোপ বাড়ায় বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে, আইপিএল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলিকে বায়ো বাবলে থাকতে হবে। শুধু খেলোয়াড়দেরকে নয় তার পাশাপাশি দলের সাপোর্ট স্টাফদের কেউ বায়ো বাবলে থাকতে হবে।
বায়ো বাবলে থাকাটা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেছেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “বায়ো বাবলে থাকা একটি চ্যালেঞ্জ। তবে এক্ষেত্রে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের চেয়ে ভারতীয় ক্রিকেটাররা বেশি সহনশীল।”
তিনি জানিয়েছেন, কভিড-১৯ এর সময়কালে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু হওয়ার পর থেকে বায়ো বাবলে থাকতে বাধ্য হয়েছেন খেলোয়াড়রা। বায়ো বাবলের বাইরে কারো সাথে দেখা করতে পারেন না খেলোয়াড়রা। খেলোয়াড়দের পক্ষে নিজেকে সতেজ ও অনুপ্রাণিত করা অত্যন্ত কঠিন হয়ে ওঠে।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমি মনে করি বিদেশী ক্রিকেটারদের চেয়ে আমরা ভারতীয়রা কিছুটা বেশি সহনশীল। আমি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটারের সাথে খেলেছি। তারা মানসিক স্বাস্থ্যের বিষয়ে দ্রুত হার মেনে যায়। গত ছয় সাত মাস ধরে ক্রিকেটাররা বায়ো বাবলে রয়েছে এবং এটি খুব কঠিন ব্যাপার। হোটেলের ঘর থেকে মাঠে যাওয়া, খেলার চাপ সামলানো এবং ঘরে ফিরে আবার মাঠে ফিরে যাওয়া একেবারেই আলাদা জীবন।”
এর পরে তিনি কভিড-১৯ নিয়ে সবসময় সতর্ক থাকার কথা জানিয়েছেন, তিনি জানিয়েছেন, “অস্ট্রেলিয়ান দলের দিকে দেখুন, ভারতের বিরুদ্ধে সিরিজ শেষে তাদের দক্ষিণ আফ্রিকা সফরের কথা ছিল কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। কভিড-১৯ নিয়ে সর্বদা একটি ভয় থাকবে। আপনাকে ইতিবাচক হতে হবে। নিজেকে মানসিকভাবে প্রস্তুতি করতে হবে। আমাদের সকলকে মানসিকভাবে প্রশিক্ষণ দিতে হবে। যে আমাদের সাথে সবকিছু ভালো হবে। এটি প্রস্তুতির উপর নির্ভর করে।” আইপিএলের আগে ভারতীয় ক্রিকেটারদের সাহস যোগালেন প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।