dev, tmc, bengali prime minister, ঘাটাল মাস্টার প্লান
"একজন বাঙালি প্রধানমন্ত্রী চাই, তবে সে বিজেপির থেকে হলেও আপত্তি নেই", সাংবাদিকের মুখমুখি দেব | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ “মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে, ঘাটালের মাস্টার প্ল্যান পাস হবে” মনটাই মন্তব্য করেছিলেন তৃণমূলের ঘাটালের তারকা সংসদ দেব। এবার তার এই বিতর্কিত মন্তব্য চাপা দিয়ে নতুন মন্তব্য করে বসলেন তিনি। তিনি এ দিন বলেন, “একজন বাঙালি প্রধানমন্ত্রী হলে কষ্টটা বুঝবেন, তবে সে বিজেপির থেকে হলেও আপত্তি নেই।”

চলতি মরসুমে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যার জেরে রাজ্যের বিভিন্ন নিচু স্থানগুলিতে বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির পাশাপাশি ডিভিসি-র ছাড়া জলে বানভাসি অবস্থায় ঘাটাল এলাকাসহ দাসপুর, কেশপুর এছাড়াও অন্যান্য এলাকা গুলি। জলমগ্ন অবস্থায় মানুষের সমস্যা খতিয়ে দেখতে বেরিয়েছিলেন ঘাটালের তৃণমূল সংসদ দেব অধিকারী।

dev, tmc, bengali prime minister, ঘাটাল মাস্টার প্লান
“একজন বাঙালি প্রধানমন্ত্রী চাই, তবে সে বিজেপির থেকে হলেও আপত্তি নেই”, সাংবাদিকের মুখমুখি দেব

সেখানে পৌঁছে তিনি ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে মন্তব্য করেছিলেন, “মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হলে ঘাটালের মাস্টার প্ল্যান পাস হবে।” কিন্তু দেবের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় সৃষ্টি হয় ওয়াকিবহাল মহলে। তবে গতকাল মঙ্গলবার ঘাটালের মাস্টারপ্ল্যান ইস্যুতে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এর সঙ্গে বৈঠকে বসেন ঘাটালের তৃণমূল সংসদ দেব অধিকারী। এছাড়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মানস ভুঁইঞা ও জুন মালিয়া।

ঘাটাল মাস্টার প্ল্যান বৈঠক শেষ করে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এদিন জানান, ‘দিদির কাছে ভালো হওয়ার জন্য, আমি সেদিন ওই কথাটা বলিনি। ঘাটালবাসীর কষ্টটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘাটালের সঙ্গে সঙ্গে দাসপুর-কেশপুর সহ আমার যে সব এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে, তাঁদের ভালোর জন্যই এমনটা বলেছিলাম।’

dev, tmc, bengali prime minister, ঘাটাল মাস্টার প্লান
“একজন বাঙালি প্রধানমন্ত্রী চাই, তবে সে বিজেপির থেকে হলেও আপত্তি নেই”, সাংবাদিকের মুখমুখি দেব

বাঙালি প্রধানমন্ত্রী ইস্যুতে তৃণমূলের তারকা সংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘একজন বাঙালি প্রধানমন্ত্রী চাই। তা সে বিজেপির দিক থেকে হলেও কোন আপত্তি নেই। তবে বাঙালি হলেই সে ঘাটালবাসীর কষ্টটা বুঝবে। ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এতদিনে শুরু হয়ে যেত। কাউকে আমি ছোট বা বড় করতে চাইছি না। শুধুমাত্র ঘাটালের মানুষের জন্য এমনটা বলেছি।’

এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি জানিয়েছেন, ‘গত ৩০ বছর আমি এমন বন্যা দেখিনি। গত ৭ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়াই করছি। কিন্তু এতবার বলেও, তাঁদের কানে কিছুই পৌছাচ্ছে না। তাই আমার মনে হয়, একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হতেন, তাহলে মানুষের কষ্টটা বুঝতে পারতেন। শুধুমাত্র ভোটের সময় আসবেন, আর সোনার বাংলা গড়বেন বলে চলে যাবেন, এমন প্রধানমন্ত্রী চাই না।’